পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বন্যার জল বাড়িতে ঢুকলে অভিনেতার সুন্দর মুখ কাজে লাগে না : ভারতী

প্রচারে বেরিয়ে প্রতিদ্বন্দ্বী দেবকে এলাকায় কাজের হিসাব দেখিয়ে কটাক্ষ করলেন ঘাটালের BJP প্রার্থী ভারতী ঘোষ।

ভারতী ঘোষ

By

Published : Mar 31, 2019, 8:45 AM IST

Updated : Mar 31, 2019, 10:19 AM IST

ঘাটাল, 31 মার্চ : "আমাকে চোর ডাকাত যাই বলুক আমি প্রতিবাদ করব।" গতকাল প্রচারে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা বললেন ঘাটালের BJP প্রার্থী ভারতী ঘোষ। লোকসভা ভোট শুরু হতে আর মাত্র কয়েকদিন। জোরকদমে প্রচারে সব দলই। ঘাটাল লোকসভা কেন্দ্রে এবারের তৃণমূল প্রার্থী গতবারের জয়ী সাংসদ দেব। প্রতিপক্ষ CPI-এর তপন গাঙ্গুলি ও BJP-র ভারতী ঘোষ। প্রচারে বিদায়ি সাংসদ দেবের কাজের হিসাব নেওয়ার পাশাপাশি তাঁকে কটাক্ষও করেন ভারতী।

গতকাল বিকেলে ঘাটালের দাসপুরের কলোড়া, নন্দপুর, পার্বতীপুরে প্রচারে বেরোন ভারতী। সেখানে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে জিজ্ঞাসা করেন গত পাঁচ বছরে বিদায়ি সাংসদ দেব কী কী কাজ করেছেন ? অনেকে বলেন দেবকে কোনওদিন দেখেননি, আবার কেউ বলেন উনি ঠান্ডা ঘরে বসে থাকেন। তারপরই দেবকে কটাক্ষ করে ভারতী বলেন, "কোনও অভিনেতার সুন্দর মুখ দেখে পাবলিক ভোট দেয় না। অভিনেতার মুখ একবার দেখতে পারে। দু'বার দেখতে পারে কিন্তু বন্যার জল যখন বাড়িতে ঢুকে যায় তখন আর অভিনেতার মুখ কোনও কাজে লাগে না।"

প্রচারে ভারতী ঘোষ

নিজেকে জনগণের মুখ হিসেবে দাবি করে ভারতী বলেন, "ডিসেম্বর ২০১৭ পর্যন্ত প্রশাসনের মুখ ছিলাম। সেই চাকরি ছেড়ে এখন আমি জনগণের মুখ। আমি নিজে একটা কথাও বলছি না। আমি বলতে চাই এই সরকার অসুস্থ সরকার। পুলিশকে সামনে রেখে এই সরকার চলে। যারা পুলিশকে সামনে রেখে চলে তাদের লজ্জা থাকে না । আর লজ্জা তো ম্যানুফ্যাকচার করা যায় না। লজ্জা থাকলে অন্তত ভোটের আগে মানুষের যা যা দরকার তার সুযোগ-সুবিধা করে দিত। আসলে এরা জানে জোর করে করে ভোট করিয়ে নেবে। আর আমাকে জেলে পাঠিয়েও আমার মুখ বন্ধ করা যাবে না। আমাকে চোর বলুক আর ডাকাত। আমি কোনওভাবে থামার লোক নই।"

Last Updated : Mar 31, 2019, 10:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details