ঘাটাল, 25 মে : ফেসবুকের মাধ্যমে ঘূর্ণিঝড় নিয়ে ঘাটালবাসীকে সতর্ক হওয়ার আবেদন করলেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব । এর পাশাপাশি ঘাটালের মানুষদের সর্বতোভাবে সাহায্যের জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি । এই বিপর্যয়ে সমস্ত ধরনের মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসার আবেদন করেন অভিনেতা সাংসদ ।
উপকূলবর্তী জেলা হিসেবে ঘূর্ণিঝড় যশের প্রভাব পড়তে পারে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় । ইতিমধ্যেই নৌকায় করে মাইকিংয়ের মাধ্যমে প্রচার শুরু করেছে ঘাটাল প্রশাসনের । ইতিমধ্যেই যাদের নদীর পাড়ে এবং কাঁচাবাড়ি তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে ।
অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব ফেসবুকের মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে বলেন যে, ঘাটাল সহ দাসপুর, কেশপুর ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন মানুষের জন্য তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন । এছাড়াও ঘাটালের বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে বলে তিনি জানান ।