পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খড়্গপুরে যৌনকর্মীদের করোনার টিকা দিল স্বাস্থ্য দফতর - করোনা

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে যৌনকর্মীদের করোনার টিকা দিল স্বাস্থ্য দফতর ৷ মঙ্গলবার স্থানীয় কৌশল্যা মোড় লাগোয়া পুরনো বাজার এলাকার যৌনপল্লির বাসিন্দাদের জন্য টিকাকরণের ব্যবস্থা করা হয় ৷ এদিন কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয় তাঁদের ৷

Covid Vaccination for sex workers of Kharagpur
খড়্গপুরে যৌনকর্মীদের করোনার টিকা দিল স্বাস্থ্য দফতর

By

Published : Jun 1, 2021, 1:46 PM IST

খড়্গপুর, 1 জুন : পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়্গপুরে যৌনকর্মীদের জন্য শুরু হল করোনার টিকাকরণ ৷ মঙ্গলবার এই কাজে এগিয়ে আসেন দুর্বার সমন্বয় সমিতির সদস্য ও জেলা স্বাস্থ্য দফতরের কর্মীরা ৷

যৌনকর্মীদের করোনার সংক্রমণ থেকে বাঁচাতে উদ্যোগী হল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ৷ মঙ্গলবার খড়্গপুর শহরের কৌশল্যা মোড় লাগোয়া পুরনো বাজার এলাকার যৌনপল্লির বাসিন্দাদের জন্য টিকাকরণের ব্যবস্থা করা হয় ৷ এদিন কোভিশিল্ডের প্রথম ডোজ পান তাঁরা ৷

প্রসঙ্গত, করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও পশ্চিম মেদিনীপুর জেলায় (রাজ্যের অন্যান্য় জেলার তুলনায়) কিছুটা হলেও কম রয়েছে দৈনিক সংক্রমণের হার ৷ তা সত্ত্বেও সতর্ক রয়েছে জেলা প্রশাসন ৷ কোভিড রোগীদের জন্য চালু করা হয়েছে আলাদা হাসপাতাল ৷ সোমবারই ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালটিকে 135 শয্যার কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে ৷ পাশাপাশি চলছে টিকাকরণের কাজও ৷

প্রাথমিক পর্যায়ে জেলার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের টিকা দেওয়া হয় ৷ দ্বিতীয় পর্যায়ে টিকা পান সুপার স্প্রেডাররা ৷ এই দলে ছিলেন হকার ও ছোট-বড় দোকানদাররা ৷ আর এবার যৌনকর্মীদেরও টিকাকরণের আওতায় আনল জেলা প্রশাসন ৷ সহযোগিতার হাত বাড়িয়ে দিল দুর্বার ৷

আরও পড়ুন :আলিপুরদুয়ারে যৌনকর্মীদের করোনা টিকা দেওয়া শুরু

প্রশাসনের এই উদ্যোগে খুশি যৌনকর্মীরাও ৷ তাঁরা জানিয়েছেন, করোনা ও লকডাউনের জোড়া ফলায় কাজ কমেছে তাঁদের ৷ সংক্রমণের আশঙ্কায় গ্রাহক মিলছে না ৷ ফলে অধিকাংশ যৌনকর্মীকেই অনটনে দিন কাটাতে হচ্ছে ৷ সঙ্গে রয়েছে ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারানোর ভয় ৷ এই অবস্থায় প্রশাসনের তরফে কোভিড টিকাকরণের ব্যবস্থা করায় উপকৃত হয়েছেন যৌনকর্মীরা ৷

ABOUT THE AUTHOR

...view details