খড়্গপুর, 1 জুন : পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়্গপুরে যৌনকর্মীদের জন্য শুরু হল করোনার টিকাকরণ ৷ মঙ্গলবার এই কাজে এগিয়ে আসেন দুর্বার সমন্বয় সমিতির সদস্য ও জেলা স্বাস্থ্য দফতরের কর্মীরা ৷
যৌনকর্মীদের করোনার সংক্রমণ থেকে বাঁচাতে উদ্যোগী হল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ৷ মঙ্গলবার খড়্গপুর শহরের কৌশল্যা মোড় লাগোয়া পুরনো বাজার এলাকার যৌনপল্লির বাসিন্দাদের জন্য টিকাকরণের ব্যবস্থা করা হয় ৷ এদিন কোভিশিল্ডের প্রথম ডোজ পান তাঁরা ৷
প্রসঙ্গত, করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও পশ্চিম মেদিনীপুর জেলায় (রাজ্যের অন্যান্য় জেলার তুলনায়) কিছুটা হলেও কম রয়েছে দৈনিক সংক্রমণের হার ৷ তা সত্ত্বেও সতর্ক রয়েছে জেলা প্রশাসন ৷ কোভিড রোগীদের জন্য চালু করা হয়েছে আলাদা হাসপাতাল ৷ সোমবারই ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালটিকে 135 শয্যার কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে ৷ পাশাপাশি চলছে টিকাকরণের কাজও ৷