বেলদা, 10 এপ্রিল: কোরোনা আক্রান্ত হয়ে পশ্চিম মেদিনীপুরের বৃদ্ধের মৃত্যু ওড়িশায় ৷ এরপর পুলিশের তদারকিতে এক ডাক্তার ও নার্স সহ 40 জন কোয়ারান্টাইনে থাকা রোগীদের ছুটি দিয়ে সিল করা হল নার্সিংহোম । যদিও পশ্চিম মেদিনীপুর স্বাস্থ্যদপ্তর উদাসীন এই ব্যাপারে । তিনদিন ধরে নেই কোনও তথ্য ।
ওড়িশায় চিকিৎসা করাতে গিয়ে কোরোনা ধরা পড়েছিল পশ্চিম মেদিনীপুরের একজনের । বেলদা থানার একটি গ্রামের 70 বছরের বৃদ্ধকে কোরোনা পজেিটিভ বলে জানিয়ে দেয় ওড়িশা সরকার । তাঁরা তাঁদের কোরোনা সংক্রান্ত নিজস্ব পোর্টালে জানিয়ে দেয় যে গত 7 এপ্রিল পশ্চিম মেদিনীপুরের একটি স্থানীয় হাসপাতাল থেকে অসুস্থ অবস্থায় 70 বছরের এক বৃদ্ধকে বেসরকারি অ্যাম্বুলেন্সে করে ওড়িশার বেসরকারি হাসপাতালে নিয়ে আসে । আসার পথে একটি দোকানে চা খান তাঁরা । 8 তারিখ বুধবার বৃদ্ধকে হাসপাতালে ভরতি করলে কর্তৃপক্ষ তাঁকে আইসোলশন ওয়ার্ডে দেয় ।
গতকাল তাঁর নমুনা পরীক্ষায় পজ়িটিভ রেজাল্ট আসে । এরপর থেকে ভুবনেশ্বর কলিঙ্গ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এর পাশাপাশি ওড়িশা সরকার ওই চা দোকানের মালিক ও কর্মচারীদের কোয়ারান্টাইনে নেয় ।