মেদিনীপুর, 27 ডিসেম্বর:2022 শেষ হতে আর বাকি কয়েকটা দিন ৷ তবে নতুন বছর শুরুর আগেই ফের হানা দিয়েছে করোনা (COVID) । একে একে সংক্রমণ বাড়ছে চিন-সহ বিভিন্ন দেশে ৷ করোনার নতুন প্রজাতি থাবা বসিয়েছে ভারতেও ৷ কিন্তু এখনও রাজ্যে সংক্রমনের হার রয়েছে কমের দিকেই ৷ গতকাল পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন তিনজন বলে স্বাস্থ্য দফতর তরফে জানা গিয়েছে ৷
করোনার ভ্রুকুটি দেখা দিতেই দেশের পাশাপাশি রাজ্যে শুরু হয়েছে প্রস্তুতি। ইতিমধ্যে যদিও কেন্দ্রের তরফে বিমানবন্দরগুলিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । আরটিপিসিআর টেস্ট ও ভ্যাকসিনের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে । অপরদিকে রাজ্য সরকারও জেলার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক সেরে ফেলেছেন । সামনে গঙ্গাসাগর মেলা ৷ এই নিয়েও সতর্ক থাকতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
যদিও বিগত দিনে অতিমারি করোনার (Corona) দাপটে বহু মানুষের জীবন গিয়েছে ৷ নষ্ট হয়ে গিয়েছে বহু শৈশব । তাছাড়া পর্যাপ্ত পরিকাঠামোর অভাবেও বহু মানুষ সরকারি সুযোগ-সুবিধা পায়নি বলেও অভিযোগ করেছিলেন জঙ্গল মহলের মানুষজন । তবে নতুন করে আবার করোনার দাপট দেখা দিলে তার আগে কতটা প্রস্তুত পশ্চিম মেদিনীপুর, তা খতিয়ে দেখল ইটিভি ভারত ।
যদিও সাধারণ মানুষের বক্তব্য, আগে থেকে অনেকটাই পাকাপোক্ত হয়েছে জেলা স্বাস্থ্য দফতর ও প্রশাসন । তবে নতুন করে যদি আবার করোনার নতুন প্রজাতি হানা দেয় সেক্ষেত্রে কতটা ব্যবস্থা রয়েছে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। অক্সিজেনের যোগান কতটা দিতে পারবে সরকারি হাসপাতালগুলো, তা নিয়েও উঠেছে প্রশ্ন ।