চন্দ্রকোনা, 3 ফেব্রুয়ারি: মাস্টার রোলের কাজ কার হাতে থাকবে, তাই নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার (clash between tmc leaders ) বিরুদ্ধে ৷ সেই কল রেকর্ডিং প্রকাশ্যে আসায় চন্দ্রকোনায় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । সুপারভাইজার অভিযোগ করেছেন, তৃণমূলের গোষ্ঠীর লোক কাজ না পেলে তাঁরা জায়গা দখল করে নেবেন বলে হুমকি দিয়েছেন । যদিও প্রশাসনের আধিকারিকরা বললেন, এই কাজ সরকারের ৷ এখানে কোনও রাজনৈতিক দলের কথা গ্রাহ্য হবে না ।
100 দিনের কাজে (MGNREGA work) প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ পশ্চিম মেদিনীপুর (west midnapore news) জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের জাড়া গ্রামের ঘটনা । জাড়া গ্রামের জব সুপারভাইজার পম্পা চন্দ্র । তিনি তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের শিকার বলে অভিযোগ । তাঁকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে, মাস্টার রোলের কাগজ না দিলে তাঁর জমি দখল করে নেওয়া হবে । এমনকী তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে সুপারভাইজারের অভিযোগ ।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে তৃণমূল নেতার ফোন কলের রেকর্ড প্রকাশ্যে এসেছে । যদিও অপর গোষ্ঠী তথা জাড়া এলাকার তৃণমূলের বুথ সভাপতি অভিজিৎ রায়ের দাবি, তাঁদেরই বিরুদ্ধ গোষ্ঠীর সদস্য উমাশঙ্কর চৌধুরী জব সুপারভাইজারকে হুমকি দিয়েছেন । তৃণমূলের সেই নেতা উমাশঙ্কর চৌধুরীর কার্যকলাপের বিষয়ে ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হয়েছে বলে জানান তিনি ।
আরও পড়ুন: MGNREGA : ষাটোর্ধ্বদের ভিড় 100 দিনের আবেদনে
চন্দ্রকোনার বিধায়ক ঘনিষ্ঠ ব্লক তৃণমূলের নেতা উমাশঙ্কর চৌধুরী আবার বলেছেন, বিধানসভা নির্বাচনের সময় ওই তৃণমূল কর্মীরা বিজেপির হয়ে কাজ করেছেন । বর্তমান তৃণমূল বিধায়ককে তাঁরা হারানোর চেষ্টা করেছিলেন আর তাঁরাই এখন জব সুপারভাইজারের কাজ করছেন । তাঁরাই 100 দিনের কাজের দেখভাল করছেন । এটা তৃণমূল কর্মীরা মেনে নিতে পারছেন না ৷ এই নিয়েই দেখা দিয়েছে দ্বন্দ্ব । আর জায়গা দখলের হুমকির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন, ওঁরা আগে থেকেই বলেছিল পার্টি অফিস করার জন্য জায়গা দেবেন, তাই ওই জায়গায় পার্টি অফিস হবে ।
যদিও এ বিষয়ে চন্দ্রকোনার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলই বলেন, পুরো বিষয়টি তাঁরা শুনেছেন । দলগত ভাবে এই বিষয়ে তাঁরা আলোচনাও করবেন । 100 দিনের কাজে যে কোনও রাজনৈতিক দল হস্তক্ষেপ করতে পারে না, সেটিও স্বীকার করে নিয়েছেন তিনি ।
চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেছেন, সরকারি প্রকল্প 100 দিনের কাজ প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের প্রধান দেখভাল করেন জব সুপারভাইজারের মাধ্যমে । কোনও রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই কাজে হস্তক্ষেপ করতে পারেন না । পুরো বিষয়টি তাঁরা তদন্ত করে দেখবেন ও প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি ।
দীর্ঘদিন ধরেই চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলই ও চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরূপ ধাড়ার গোষ্ঠীর মধ্যে মতবিরোধ ছিল । এই ঘটনার পরে আরও প্রকট হল গোষ্ঠীদ্বন্দ্ব । এখন দেখার জব সুপারভাইজার কবে তাঁর জায়গা ফেরত পান ও 100 দিনের কাজ নিয়ে রাজনীতি বন্ধ হয় ।