পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন ভাঙলে আর জরিমানা নয়, যমলোকে নিয়ে যাবে যমরাজ ! - লকডাউন ভাঙলে যমলোকে নিয়ে যাচ্ছেন যমরাজ!

মানুষকে সচেতন করতে যমরাজ ও কোরোনা ঘুরল মেদিনীপুর শহরের রাস্তায়।

lockdown in paschim medinipur
মেদিনীপুর

By

Published : Apr 30, 2020, 10:12 PM IST

মেদিনীপুর, 30 এপ্রিল: লকডাউন ভাঙলে এবার আর জরিমানা নয়, যমলোকে নিয়ে যাবে স্বয়ং যমরাজ । আজ মেদিনীপুরের রাস্তায় রাস্তায় যমরাজ ও কোরোনাকে ঘুরতে দেখা গেল। মাঝেমধ্যে দু'জনের যুদ্ধও হল।

কোরোনা সংক্রমণ রুখতে চলছে লকডাউন। অনেকেই লকডাউন মানছেন না বলে অভিযোগ। প্রশাসনের হাজার চেষ্টার পরও অনেককে বাড়িতে আটকে রাখা যাচ্ছে না। ফলে বাড়ছে সংক্রমণের সম্ভাবনা। এদিকে পশ্চিম মেদিনীপুর জেলাকে অরেঞ্জ জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । ফলে লকডাউন সফল করতে সচেষ্ট পুলিশ। কখনও হাতজোড় করে বাড়িতে যাওয়ার আবেদন করা হচ্ছে, কখনও কড়াভাবে গাড়ি আটক, গ্রেপ্তার, জরিমানা করছে। তবে এবারের উদ্যোগটি অবশ্যই অভিনব। মেদিনীপুর পৌরসভা ও পুলিশের উদ্যোগে এক ব্যক্তি যমরাজ সেজে রাস্তায় রাস্তায় ঘুরে মানুষকে সচেতন করলেন। যমরাজের সঙ্গে ছিলেন কোরোনাও। লকডাউনে বাড়ি থেকে বেরোনো মানুষকে যমরাজ জিজ্ঞাসা করলেন, কেন বাড়ি থেকে বেরিয়েছেন? যমরাজ জানালেন, এতে বিপদ কতখানি। আরও জানালেন, এবার থেকে লকডাউন ভাঙলে জরিমানা নয়, একেবারে যমলোকে নিয়ে যাওয়া হবে।

এই বিষয়ে মেদিনীপুর পৌরসভার পৌর প্রশাসক দীননারায়ণ ঘোষ বলেন, "মানুষকে সচেতন করার জন্যই আমাদের এই প্রয়াস। গৃহবন্দী থেকেই একমাত্র সংক্রমণ রোধ করা সম্ভব তা বুঝতে হবে আমাদের।"

এক পুলিশ আধিকারিকের কথায়, যাতে মানুষ পথে বের না হয় তার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। আজকের অভিনব প্রচারও তার অংশ।

ABOUT THE AUTHOR

...view details