মেদিনীপুর, 30 এপ্রিল: লকডাউন ভাঙলে এবার আর জরিমানা নয়, যমলোকে নিয়ে যাবে স্বয়ং যমরাজ । আজ মেদিনীপুরের রাস্তায় রাস্তায় যমরাজ ও কোরোনাকে ঘুরতে দেখা গেল। মাঝেমধ্যে দু'জনের যুদ্ধও হল।
কোরোনা সংক্রমণ রুখতে চলছে লকডাউন। অনেকেই লকডাউন মানছেন না বলে অভিযোগ। প্রশাসনের হাজার চেষ্টার পরও অনেককে বাড়িতে আটকে রাখা যাচ্ছে না। ফলে বাড়ছে সংক্রমণের সম্ভাবনা। এদিকে পশ্চিম মেদিনীপুর জেলাকে অরেঞ্জ জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে । ফলে লকডাউন সফল করতে সচেষ্ট পুলিশ। কখনও হাতজোড় করে বাড়িতে যাওয়ার আবেদন করা হচ্ছে, কখনও কড়াভাবে গাড়ি আটক, গ্রেপ্তার, জরিমানা করছে। তবে এবারের উদ্যোগটি অবশ্যই অভিনব। মেদিনীপুর পৌরসভা ও পুলিশের উদ্যোগে এক ব্যক্তি যমরাজ সেজে রাস্তায় রাস্তায় ঘুরে মানুষকে সচেতন করলেন। যমরাজের সঙ্গে ছিলেন কোরোনাও। লকডাউনে বাড়ি থেকে বেরোনো মানুষকে যমরাজ জিজ্ঞাসা করলেন, কেন বাড়ি থেকে বেরিয়েছেন? যমরাজ জানালেন, এতে বিপদ কতখানি। আরও জানালেন, এবার থেকে লকডাউন ভাঙলে জরিমানা নয়, একেবারে যমলোকে নিয়ে যাওয়া হবে।