পশ্চিম মেদিনীপুর, 29 এপ্রিল: BJP কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার OC-র বিরুদ্ধে । এর প্রতিবাদে আনন্দপুর থানা ঘেরাও করে আজ বিক্ষোভ দেখায় BJP নেতাকর্মীরা ।
BJP কর্মীদের ভয় দেখানোর অভিযোগ OC-র বিরুদ্ধে - Allegation
BJP কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার OC-র বিরুদ্ধে ।
ভারতী ঘোষ
BJP প্রার্থী ভারতী ঘোষ বলেন, ভোটের কাজে BJP কর্মীদের যাতে অসুবিধা হয়, সেজন্য এলাকায় জল সরবরাহ বন্ধ করে দিয়েছেন আনন্দপুর থানার OC। BJP কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হয়েছে । আনন্দপুর, কেশপুর ও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে সরানোর জন্য কমিশনে অভিযোগ দায়ের করবেন বলে জানান ভারতী ঘোষ ।