কেশপুর, 16 জুলাই : "আমাদের কর্মীদের ফলস কেস দিয়ে যেখানে পাঠানো হচ্ছে, ক্ষমতায় আসার পর সব IPS ও কনস্টেবলদের সেখানেই পাঠাব ।" আজ কেশপুরের সভা থেকে একথা বলেন BJP নেত্রী ভারতী ঘোষ । পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি । বলেন, "নবান্নের মাথায় যিনি বসে আছেন তাঁর ঘরের সবাই চোর ।"
নবান্নের মাথায় যিনি বসে আছেন তাঁর ঘরের সবাই চোর : ভারতী - BJP workers
কেশপুরের সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি ভারতী ঘোষের । পাশাপাশি মমতাকে কটাক্ষও করেন তিনি ।
আজ কেশপুরে তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে ধিক্কার মিছিল করে জেলা BJP । তাতে যোগ দেন ভারতী ঘোষ ও সায়ন্তন বসু । এই মিছিলে পুলিশি নিস্ক্রিয়তারও অভিযোগ তুলে স্লোগান দেওয়া হয় । মিছিলের পর মঞ্চ থেকে পুলিশদের হুঁশিয়ারি দিয়ে ভারতী বলেন, "ক্ষমতায় আসার পর সমস্ত IPS ও কনস্টেবলকে সেখানেই পাঠাব, যেখানে আমাদের কর্মীদের ফলস কেস দিয়ে পাঠানো হচ্ছে । মনে রাখবেন আমরা প্রত্যেকটা জিনিস নজরে রাখছি । প্রতিটা অফিসার যারা ফলস কেস দিচ্ছে, প্রতিটা অফিসার যারা মাঝরাতে দরজায় টোকা দিচ্ছে, প্রতিটা অফিসার যারা মা-বোনেদের ইজ্জত লোটার চেষ্টা করছে সবার উপর নজর রেখেছি । আমরা অলিতে-গলিতে চৌকিদার রেখেছি । তারা সবকিছু নজরে রাখছে । হয় তারা কলকাতা নয় তো ভুবনেশ্বরে হাওয়া খাবে ।"
মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, "নবান্নের মাথায় যে মহিলা বসে আছেন তিনি মুখোশ পড়ার চেষ্টা করছেন । আর নিজেকে স্বচ্ছ বলছেন । ওর ঘরের সবাই চোর । কিন্তু উনি স্বচ্ছ । কালীঘাটে 35 টা প্লটের উপর রুম কিনেছেন । কয়লা থেকে টাকা আসছে । বালি থেকে টাকা আসছে । 100 কোটি টাকার ব্রিগেড মিটিং হল । 400 কোটি টাকা দিয়ে প্রশান্ত কিশোরকে নিয়োগ করা হল । এইগুলো সবই কাটমানির টাকা । এই চোরেদের সরকারকে আমাদের তুলে ফেলতে হবে ।"