পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 5, 2023, 12:53 PM IST

Updated : Jul 5, 2023, 1:22 PM IST

ETV Bharat / state

Panchayat Elections 2023: 'বুথ জ্যাম, ছাপ্পা হলে ব্যালট বক্স পুকুরে ফেলে দিন', নিদান বিজেপি নেতার

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিজেপি নেতা প্রকাশ্য জনসভায় জানালেন, পঞ্চায়েত ভোটের দিন কেউ ছাপ্পা দিতে এলে বা বুথ জ্যাম করলে বিজেপি কর্মীরা যেন মেশিন নিয়ে পুকুরের জলে ফেলে দেন ৷

ETV Bharat
পঞ্চায়েত ভোট

ঘাটালের বিজেপি নেতা বিজেপি কর্মীদের ইভিএম মেশিন ফেলে দিতে বললেন

ঘাটাল, 5 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের দিন বুথ জ্যামের মতো ঘটনা থেকে শুরু করে ছাপ্পা ভোট পড়লে অথবা কেউ ভোট না-দিতে দিলে ব্যালট বাক্স তুলে নিয়ে পানা পুকুরে ফেলে দেওয়ার নিদান বিজেপি নেতার ৷ 'তৃণমূলের হার্মাদরা' ছাপ্পা করতে গেলে কাঁচা বাঁশ সঙ্গে রেখে পা ভেঙে দেওয়ারও নিদান দিলেন ঘাটালের বিজেপি নেতা রামকুমার দে ৷ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের ইড়পালায় দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ সেই পথসভা থেকে মঙ্গলবার এমন বিতর্কিত বক্তব্য রাখেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির এই সহ-সভাপতি ৷ পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল ৷

গেরুয়া শিবিরের কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি রামকুমার দে ৷ তিনি বলেন, "পঞ্চায়েত নির্বাচনের দিন তৃণমূলের হার্মাদরা বুথ জ্যাম করে, যদি ভোট না-দিতে দেয়, যদি ছাপ্পা মারে তাহলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বসে থাকবেন না ৷ ব্যালট বাক্স নিয়ে পানা পুকুরের জলে ফেলে দেবেন ৷ "

তিনি আরও বলেন, "এরপর যা হবে, সেই হিসেব আমারা বুঝে নেব ৷ আর ভোটের দিন কাঁচা বাঁশ সঙ্গে রাখবেন ৷ হার্মাদরা ভোট লুঠ করতে এলে সোজা পায়ে যাতে ফিরে যেতে না পারে তার ব্যবস্থা করবেন ৷" মঙ্গলবার রাতে ঘাটালের ইড়পালা এলাকায় পথসভা থেকে শাসকদলের উদ্দেশ্যে রীতিমতো হুঁশিয়ারি দেন বিজেপি নেতা ।

আরও পড়ুন: কাজ না করলে সরিয়ে দেওয়া হবে, তৃণমূলের প্রার্থীদের আগাম সতর্কবার্তা অভিষেকের

বিজেপি নেতার এমন বক্তব্যে বিতর্ক তৈরি হয়েছে ৷ তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাজি ফোনে ইটিভি ভারতের প্রতিনিধিকে জানান, ওই এলাকায় বিজেপির সংগঠন তলানিতে ঠেকেছে ৷ তাই পঞ্চায়েত ভোটের আগে বাজার গরম করার জন্য এসব বলে বেড়াচ্ছেন ৷ শাসক নেতার আরও দাবি, বিজেপির ওটাই সংস্কৃতি, তৃণমূলের এই সংস্কৃতি নেই ৷ তৃণমূল গণতন্ত্রের পূজারী ৷ তাই ভোটের দিন তৃণমূলের কোথাও কিছু করার প্রয়োজন নেই ৷ কর্মীদের অক্সিজেন দেওয়া এবং প্রচারে আসার জন্য বিজেপি নেতা এইসব বলে বেড়াচ্ছেন বলে দাবি তৃণমূল নেতার ৷

Last Updated : Jul 5, 2023, 1:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details