তমলুক, 24 এপ্রিল : মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও দলীয় নেতা কর্মীরা জানতে পারলেন না কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী কে হবে । এনিয়ে ধন্দে পড়েছেন সবাই । গতকাল অম্বুজাক্ষ মহান্তি এই আসনে মনোনয়নপত্র জমা দেন । এই কেন্দ্রে এখনও পর্যন্ত BJP প্রার্থী হিসেবে মোট তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন জেলাশাসকের দপ্তরে ।
গত শনিবার রাজ্য নেতৃত্বের ঘোষণা মোতাবেক দলীয় প্রার্থী দেবাশিস সামন্ত তাঁর মনোনয়নপত্র জমা দেন । তিনি রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসক হওয়ায় নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সমস্যার সম্মুখীন হতে পারতেন । এই কথা ভেবেই দল ওই দিনই আরও একজন প্রার্থীকে মনোনয়নপত্র জমা করিয়েছিল । তিনি দক্ষিণ কাঁথি বিধানসভা উপনির্বাচন ভোটে লড়া সৌরিন্দ্রমোহন জানা । কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার একেবারে শেষ পর্যায়ে গতকাল বিকেলে আবার ওই কেন্দ্রের জন্যই মনোনয়নপত্র দাখিল করলেন অম্বুজাক্ষ মহান্তি । 2016 তমলুক লোকসভা কেন্দ্র থেকে BJP-র হয়ে উপনির্বাচনে লড়াই করেছিলেন অম্বুজাক্ষ ।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই BJP-র কাঁথি সাংগঠনিক জেলার নেতাকর্মীরা হতভম্ব হয়ে গেছেন । কারণ কোন প্রার্থীর হয়ে প্রচারে নামবেন তা বুঝতে পারছেন না । বিষয়টি নিয়ে অবশ্য মুখ খুলতে চায়নি কাঁথি সাংগঠনিক জেলার BJP-র নেতৃত্ব । এ বিষয়ে দেবাশিসবাবু বলেন, "আদালতের নির্দেশে এখন আমার প্রার্থী হতে কোনও সমস্যা নেই । এই বিষয়ে সমস্ত তথ্য ও নথি আমি দলকে দিয়েছি । এরপর কে প্রার্থী হবে তা দলীয় নেতৃত্বই বলতে পারবে ।" গতকাল মনোনয়নপত্র দাখিলের পর অম্বুজাক্ষবাবু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমাদের দলের মূল প্রার্থী ডঃ দেবাশিস সামন্তের প্রার্থী হওয়া নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে । প্রার্থী হওয়ার জন্য অনেকেরই ইচ্ছে থাকে । দেবাশিসবাবুর সমস্যাকে মাথায় রেখেই দলের তরফে হুইপ জারি করে আমাকে মনোনয়নপত্র দাখিল করতে বলা হয়েছে । সেইমতো আমিও মনোনয়নপত্র জমা করেছি । তবে একজন প্রার্থীই থাকবেন । তা ঠিক সময়ে সবাই জানতে পারবেন ।"
যদিও আর এক প্রার্থী সৌরেন্দ্রমোহনবাবু এবিষয়ে কোনও মতামত দিতে রাজি হননি । এবিষয়ে কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তপন মাইতি বলেন, "দলীয় প্রার্থী শেষ পর্যন্ত কে হবে সে বিষয়ে আমি কিছুই জানি না ।" প্রচারে কার হয়ে নামবেন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সে বিষয়েও এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি ।" যা সিদ্ধান্ত নেওয়ার তা রাজ্য নেতৃত্ব নেবেন আমি এ বিষয়ে কিছুই জানি না ।"
তবে বিষয়টি নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছেন না তৃণমূল ।তৃণমূল নেতা তথা পূর্ব মেদিনীপুরের জেলাপরিসদের সভাপতি দেবব্রত দাস বলেন, আসলে বিজেপি আমাদের অভিভাবক শিশির অধিকারী বাবুর বিরুদ্ধে কোন প্রার্থীকেই ভরসাযোগ্য বলে ভাবতে পারছে না ।তাই একের পর এক প্রার্থীকে নামিয়ে দিচ্ছে।"