পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাক্ষস-রাজ চলছে : ভারতী - পশ্চিম মেদিনীপুর

"সমগ্র রাজ্যে সন্ত্রাস চলছে ৷ পুলিশের সঙ্গে মিলে তৃণমূলের গুন্ডা ও মাফিয়া ঘরে ঘরে ঢুকে অত্যাচার করছে ৷ যেখানেই ভারতীয় জনতা দলের মানুষ বাইরে বেরোচ্ছে সেখানেই পুলিশের ও তৃণমূলের সন্ত্রাস বাড়ছে ৷ সেই সন্ত্রাসের প্রতিবাদ করতে ভারতীয় জনতা দল বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করছে ৷" আজ দাঁতন 1 নম্বর দক্ষিণ মণ্ডলে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন BJP নেত্রী ভারতী ঘোষ ৷

ভারতী

By

Published : Jul 26, 2019, 10:51 PM IST

Updated : Jul 26, 2019, 11:18 PM IST

দাঁতন, 26 জুলাই : "যখন সমগ্র জায়গায় রক্ত ঝরে তখন আমরা বলি রাক্ষস-রাজ চলছে ৷ রাক্ষস রক্ত খাচ্ছে ৷ তখন মানুষ ক্ষোভে ফেটে পড়ে ৷ মানুষ রামের সুশাসনের জন্য আর্তনাদ করে ৷ তখন আমাদের নাভি থেকে বেরিয়ে আসে জয়শ্রীরাম ৷" আজ দাঁতন 1 নম্বর দক্ষিণ মণ্ডলে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন BJP নেত্রী ভারতী ঘোষ ৷ এখন বিভিন্ন জায়গায় BJP-র সদস্যতা অভিযান চলছে ৷ আজ সেই সদস্য সংগ্রহ অভিযানের কাজে দাঁতন 1 নম্বর দক্ষিণ মণ্ডলে যান ভারতী ৷ তাঁর সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা BJP সভাপতি সমিতকুমার দাস ৷

ভিডিয়োয় শুনুন ভারতী ঘোষের বক্তব্য

পরে সাংবাদিক বৈঠকে ভারতী বলেন, "রাজ্যজুড়ে সন্ত্রাস চলছে ৷ পুলিশের সঙ্গে মিলে তৃণমূলের গুন্ডা ও মাফিয়া ঘরে ঘরে ঢুকে অত্যাচার চালাচ্ছে ৷ যেখানেই ভারতীয় জনতা দলের সদস্য বাইরে বেরোচ্ছে সেখানেই পুলিশ ও তৃণমূলের সন্ত্রাস বাড়ছে ৷ সেই সন্ত্রাসের প্রতিবাদ করতে ভারতীয় জনতা দল বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করছে ৷"

এই সংক্রান্ত আরও খবর : "জয় শ্রীরামের" নামে চলছে গণপিটুনি! প্রধানমন্ত্রীকে চিঠি অঞ্জন-অপর্ণা-মণিরত্নমসহ 49 শিল্পীর

সমাজের বিশিষ্টদের কটাক্ষ করে ভারতী বলেন, "কে বিদ্বজ্জন? কারা বিদ্বজ্জন? যখন ডায়মন্ডহারবার, সন্দেশখালিতে আমাদের কর্মীকে মারছিল, দেবদাস মণ্ডলকে এখনও ফেরত দেয়নি ৷ তখন বিদ্বজ্জনেরা কোথায় ছিলেন? কামদুনি থেকে পার্কস্ট্রিটে যখন মহিলাদের গণধর্ষণ করা হয়েছিল তখন কোথায় ছিল বিদ্বজ্জন?"

Last Updated : Jul 26, 2019, 11:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details