পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 20, 2021, 6:55 PM IST

ETV Bharat / state

কেশপুরে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল

কেশপুরের গোলারে বিজেপির কার্যালয় ভাঙুচরের ঘটনায় উত্তেজনা ৷ অভিযোগ শুক্রবার রাতে তৃণমূলের কর্মীরা ওই কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে ৷ যদিও পুলিশ ঘটনার কথা অস্বীকার করেছে ৷

bengal election 2021 Trinamool accused of vandalizing BJP party office in Keshpur
কেশপুরে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল

কেশপুর (পশ্চিম মেদিনীপুর) 20 মার্চ : ভোটের আগে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের কেশপুর । ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ । এলাকায় রয়েছে চাপা উত্তেজনা রয়েছে ।

কেশপুরে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল

ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক সংঘর্ষ। গতকাল ঘাটালের চন্দ্রকোনার নারায়ণগড়ের পর এবার উত্তপ্ত হয়ে উঠল কেশপুর । জানা গিয়েছে এ দিন রাতে বিজেপি পার্টি অফিসে ভাঙচুর চালানো হয় । ভেঙে দেওয়া হয় ছাদের চাল, মাটির দেওয়াল এবং ছিঁড়ে ফেলা হয় বিজেপি প্রার্থীর পোস্টার, ব্যানার, ফেস্টুন । ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি ৷ গেরুয়া শিবিরের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের লোকজন এসে এই পার্টি অফিস ভাঙচুর করে এলাকা অশান্ত করতে চাইছে ৷


এই সম্বন্ধে কেশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রীতীশ রঞ্জন কোঙর বলেন, ‘‘কেশপুরে ইতিমধ্যে যৌথবাহিনী চলে এসেছে ৷ তারা রুট মার্চ করছে অথচ তৃণমূলের সন্ত্রাস অব্যাহত। গতকাল রাতে আমাদের বিজেপি পার্টি অফিস ভাঙচুর চালায় তৃণমূলের হার্মাদ বাহিনী। শুধু গোলারে নয় কেশপুরের বিভিন্ন প্রান্তে এখনও সন্ত্রাস চলছে । আসলে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে । মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ তাই এই ধরণের ঘটনা ঘটাচ্ছে । আমরা এর তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি এবং এর প্রতিবাদ অবশ্যই হবে।’’

আরও পড়ুন : রায়গঞ্জে মনোনীত প্রার্থী না-পসন্দ, দলীয় কার্যালয়ে ভাঙচুর

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে । কেশপুরের তৃণমূল প্রার্থী শিউলি সাহা বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনও ভাবেই জড়িত নয় । ওরা নিজেরাই পার্টি অফিস ভেঙে তৃণমূলের নামে দোষা দিচ্ছে । গতকাল মিছিলের পর ওরা এসে ভাঙচুর চালিয়েছে । এর মধ্যে তৃণমূলের কোন যোগ নেই । বিজেপির এটা অপপ্রচার ।’’ প্রতিটি বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে ৷ চলছে টহলদারিও, কিন্তু তাদের উপস্থিতির মধ্যেই অশান্তি ঘটনা ঘটেই চলছে।

ABOUT THE AUTHOR

...view details