পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সম্প্রীতির বার্তা দিতে পাথরায় বসন্ত উৎসব

সম্প্রীতির বার্তা দিতে পাথরার মন্দিরে পালিত হল বসন্ত উৎসব ৷ হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ এই উৎসবে অংশ নেন ৷ একে অপরকে রাঙিয়ে দেন আবিরের রঙে ৷

dol
বসন্ত উৎসব

By

Published : Mar 2, 2020, 11:39 PM IST

Updated : Mar 7, 2020, 12:31 AM IST

পাথরা, 2 মার্চ : বসন্ত উৎসব পালিত হল পশ্চিম মেদিনীপুরের পাথরায় ৷ উৎসবে অংশ নিয়েছিলেন হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই ৷ অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও ৷ কচিকাচা, যুবক-যুবতিরা এই অনুষ্ঠানে অংশ নেন ৷ ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন অফ মেদিনীপুর ও পাথরা মন্দির কমিটির যৌথ উদ্যোগে পালিত হয় এই বসন্ত উৎসব ৷ এবার এই উৎসব পা দিল চার বছরে ৷ সবার মধ্যে সম্প্রীতির বাতাবরণ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উৎসব বলে জানিয়েছেন উৎসবের উদ্যোক্তা তথা মন্দির সংরক্ষণের দায়িত্বে থাকা ইয়াসিন পাঠান ৷

সম্প্রীতির বার্তা দিতে পাথরার মন্দিরে পালিত হল বসন্ত উৎসব

বহু বছর ধরে এখানে রয়েছে অনেক পুরোনো মন্দির ৷ যেগুলির দেখভালের দায়িত্বে রয়েছেন ইয়াসিন পাঠান ৷ প্রায় 48 বছর ধরে তিনি মন্দিরগুলোর সংরক্ষণের কাজ করে আসছেন ৷ বর্তমানে এই মন্দিরগুলো সংরক্ষণে নজর দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার ৷ গতকাল সকাল থেকে মন্দির চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ নাচে-গানে ভরে উঠেছিল মন্দির চত্বর ৷ হিন্দু মুসলিম নির্বিশেষে চলে আবির খেলা ৷ সবার মধ্যে সম্প্রীতির বাতাবরণ তৈরি হোক ৷ সেই ভাবনা থেকেই এই উৎসবের সূচনা বলে জানিয়েছেন ইয়াসিন সাহেব ৷ তাঁর সঙ্গে একমত পোষণ করেন ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের কর্ণধার আজহারুল পাঠানও ৷

বিকেল পর্যন্ত চলে অনুষ্ঠান ৷ অনুষ্ঠানের শেষের দিকে আসেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি কোমল ৷ তিনি জানিয়েছেন, সম্প্রীতির বার্তা সত্যিই প্রশংসনীয় ৷

Last Updated : Mar 7, 2020, 12:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details