পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলে আর কোনও ভদ্রলোক নেই, বলছেন অর্জুন সিং - died

মেদিনীপুরে দিলীপ ঘোষের সমর্থনে প্রচারে আসেন অর্জুন সিং । জ্যোতিপ্রিয়কে আক্রমণ করে বলেন, "ও মিথ্যেবাদী। ওকে কে মারবে ?"

দিলীপের সঙ্গে অর্জুন সিং

By

Published : May 9, 2019, 12:27 PM IST

মেদিনীপুর, 9 মে : তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ও অনুব্রত মণ্ডলকে আক্রমণ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ।

গতকাল মেদিনীপুরে দিলীপ ঘোষের সমর্থনে প্রচারে আসেন অর্জুন সিং । দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন । জ্যোতিপ্রিয় মল্লিকের খুনের অভিযোগ প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে বলেন, "জ্যোতিপ্রিয় মল্লিক মিথ্যেবাদী । ওকে কে মারবে ? গরিব মানুষের টাকা লুট করেছে । ওর 400 সুগার আছে । কোনওদিন শুনবেন হার্ট অ্যাটাকে মারা গেছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

প্রধানমন্ত্রীকে চিটিংবাজ বলেছিলেন অনুব্রত মণ্ডল। সেই প্রসঙ্গে তিনি বলেন, "ওর যিনি শিক্ষক তিনি প্রধানমন্ত্রীকে থাপ্পড় মারব বলছেন । আর অনুব্রত মণ্ডল প্রধানমন্ত্রীকে বলছে চিটিংবাজ । ওর থেকে এটাই আশা করা যায় । তৃণমূলে আর তো কোনও ভদ্রলোক নেই । এই অনুব্রত মণ্ডলের মতো লোকেরা আছে ।"

তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, "তৃণমূল FIR -এর পার্টি হয়ে গেছে । গুন্ডাদের পার্টি হয়ে গেছে । গুন্ডামি, মস্তানি আর পুলিশ নিয়ে তৃণমূল চলছে । এদের সঙ্গে মানুষের কোনও যোগাযোগ নেই ।"

ABOUT THE AUTHOR

...view details