পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আইআইটি-এর সমস্ত গেট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ - AGITATION AT Kharagpur

আইআইটি-এর সমস্ত গেট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন পড়ুয়া সহ অভিভাবকেরা ৷ অবশেষে আরও একটি গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ ৷

খড়গপুর
খড়গপুর

By

Published : Feb 19, 2021, 5:02 PM IST

খড়গপুর, 19 ফেব্রুয়ারি : সকাল থেকে উত্তপ্ত আইআইটি খড়গপুর । আইআইটি গেটের সামনে বিক্ষোভ । করোনার সময় খড়গপুর আইআইটির প্রায় পাঁচটি গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ । শুধুমাত্র একটি গেট খোলা রাখা হয় যাতায়তের জন্য ৷ যার ফলে চরম অসুবিধায় পড়েছেন সকলে ৷ আইআইটি-এর সব গেট খুলে দেওয়ার দাবিতে এবারে বিক্ষোভে সামিল পড়ুয়ারা ৷

আরও পড়ুন : প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি তালিকায় দুর্নীতি, ক্ষুব্ধ গ্রামবাসী

উল্লেখ্য, করোনার সময় থেকেই আইআইটি কর্তৃপক্ষ তাঁদের 5টি গেট বন্ধ করে রাখে সর্বসাধারণের যাতায়াতের জন্য ৷ শুধুমাত্র 1টি গেট খোলা রাখে । তবে, ইতিমধ্যেই করোনার প্রকোপ অনেকটাই কমেছে ৷ কোভিড বিধি মেনে শুরু হয়েছে রাজ্যের নানা প্রান্তের স্কুলও ৷ তবে, আইআইটির গেট বন্ধ রাখার দাবিতে এখনও অনড় কর্তৃপক্ষ ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, আইআইটির ভেতর দিয়ে গেলে যে পথ (1 কিলোমিটারের থেকেও কম) ২-৩ মিনিটের মধ্যে যাওয়া যায়, হিজলি দিয়ে ঘুরে ঘুরে গেলে সেই পথ (6-7 কিলোমিটার) অতিক্রম করতে 15 মিনিট সময় লাগে ৷

ভিডিয়োতে শুনুন বিক্ষোভকারীদের বক্তব্য

যার ফলে সবথেকে বেশি সমস্যায় পড়েন বাংলা ও ইংরেজি মাধ্যমের পড়ুয়ারা ৷ এই তালিকায় কেন্দ্রীয় বিদ্যালয়ও আছে ৷ তাই আইআইটির গেট খোলার দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়া, অভিভাবক সহ জয়েন্ট অ্যাকশন কমিটি ৷ সকাল থেকেই এ নিয়ে উত্তপ্ত হয় আইআইটি খড়গপুর চত্ত্বর । আইআইটির ভেতরে থাকা লোকজন বাইরে বের হতে চাইলে তাঁদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি পর্যন্ত হয় ৷ এরপরেই চাপের মুখে ও পুলিশের মধ্যস্থতায় মেন গেট ছাড়া আরেকটি গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন আইআইটি কর্তৃপক্ষ । যদিও আইআইটির সমস্ত গেট খুলে দেওয়ার দাবিতে এখনও অনড় বিক্ষোভকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details