বেলদা, 14 এপ্রিল : সোশাল মিডিয়ায় পোস্ট করে আত্মঘাতী মহিলা। লিখলেন "The End"। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের বেলদার। মৃত তৃপ্তি চ্যাটার্জি(38)-র স্বামী সুমিত চ্যাটার্জি বেলদা 2 নম্বর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান। জানা গেছে, গতকাল সুমিতের সাথে তৃপ্তির কথা কাটাকাটি হয়। এরপর মাঝরাতে তৃপ্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আজ সকালে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
ফেসবুকে "The End" লিখে আত্মঘাতী মহিলা
ফেসবুকে দা এন্ড লিখে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী বেলদা 2 নম্বর অঞ্চলের প্রাক্তন উপপ্রধানের স্ত্রীর।
12 এপ্রিল সকাল থেকে তৃপ্তি নিজের ফেসবুক টাইমলাইনে বিভিন্ন রকম পোস্ট করতে থাকে। লেখে, "আমি যুধিষ্ঠির নই। কিন্তু আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না। অনেষ্টি ইজ় দা বেস্ট পলিসি। সত্যমেব জয়তে।" এরপর গতকাল সন্ধে 7টা নাগাদ "The End" পোস্টটি করেন। জানা গেছে, তার সঙ্গে সুমিতের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। গতকাল রাতেও তাদের মধ্যে বচসা হয়।
ফেসবুক পোস্টে বারবার মা, মেয়েদের সম্মান করার কথা বলতে দেখা গেছে তৃপ্তিকে। মানসিক অবসাদ থেকে সে ওই পদক্ষেপ নিল না এর পিছনে অন্য কোনও কারণ আছে তা এখনও স্পষ্ট নয়। এবিষয়ে সুমিতের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।