চন্দ্রকোনা, 20 এপ্রিল : রাজ্য সরকার করোনার বাড়বাড়ন্তের জন্য যেখানে সর্বস্তরে ছুটি ঘোষণা করেছেন, তখন সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুল খোলা রেখে পরীক্ষা নিল চন্দ্রকোনা বিশ্বেশ্বর মাংরুল হাইস্কুল । এই নিয়ে প্রশ্ন উঠেছে এলাকায় । স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা পুরো বিষয়টি এড়িয়ে যায় ।
সরকারি নির্দেশকে অমান্য করেই করোনার আতঙ্কের মাঝে স্কুলে চলছে পরীক্ষা ! গতকাল করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবে শিক্ষা দফতর তড়িঘড়ি গ্রীষ্মের ছুটি ঘোষণা করেছে । আর এদিকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা মাংরুল বিশ্বেশ্বর হাইস্কুলে সরকারি নির্দেশিকাকে অমান্য করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষা চলছে । যদিও স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে কিছু বলেনি ।
এ বিষয়ে জানতে চাওয়া হলে মেজাজ হারিয়ে প্রধানশিক্ষক তারক চন্দ্র বাহাদুর বলেন, "কোনও সরকারি নির্দেশিকা অমান্য করা হচ্ছে না ৷"
আরও পড়ুন: করোনার জের, মালদায় মোদির সভায় দর্শকাসনে 500, মঞ্চে 4
সূত্র থেকে জানা গিয়েছে, ক'দিন আগেই ওই স্কুলের এক শিক্ষক করোনায় আক্রান্ত হন । সব বিষয়ের পরীক্ষা হয়ে গিয়েছে আগেই । বাকি ছিল উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ।গতকাল গ্রীষ্মের ছুটি এগিয়ে নিয়ে এসে সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করে দেওয়ায় তাই তড়িঘড়ি মঙ্গলবার উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা নেওয়া হয় ।
চন্দ্রকোনা-১ ব্লকের স্কুল পরিদর্শক অবশ্য স্কুল কর্তৃপক্ষের এই পরীক্ষা নেওয়া ঠিক হয়নি বলে জানান ৷ তিনি বলেন, "যেহেতু রাজ্য সরকারের নির্দেশে স্কুল শিক্ষা দফতর গ্রীষ্মের ছুটি ঘোষণা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল সম্পূর্ণ বন্ধ থাকার কথা । নির্দেশ অমান্য করে ওই স্কুলের পরীক্ষা নেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ।"
ছাত্র-ছাত্রীদের কথা না ভেবে কেন রাজ্যের শিক্ষা দফতরের ঘোষণাকে অমান্য করে পরীক্ষা নেওয়া হল, সে নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন । এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে বিষয়টির যথার্থতা বিচারের দায়িত্ব ঠেলে দিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন আধিকারিকরা ।