পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতার হাত ধরে BJP-র পরলোকগমন হবে : অভিষেক - medinipur

"প্রথম দফায় হাত ভেঙে দিয়েছি, দ্বিতীয় দফায় পা ভেঙে দিয়েছি, তৃতীয় দফায় কোমর ভাঙব, চতুর্থ দফায় ঘাড় ভাঙব, পঞ্চম দফায় মাথা আর ষষ্ঠ দফায় বল হরি হরি বল করে 23 মে'র পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে BJP-র পরলোকগমন হবে ।" আজ নারায়ণগড়ে সভা থেকে একথা বললেন অভিষেক ব্যানার্জি ।

ফাইল ফোটো

By

Published : Apr 20, 2019, 11:22 PM IST

Updated : Apr 21, 2019, 12:00 AM IST

নারায়ণগড়, 20 এপ্রিল : "চা বিক্রি করার সময় সঙ্গে ছিল কেটলি, আর দেশ বিক্রি করার সময় সাথে আছে অরুণ জেটলি । আমরা কোনওদিন নরেন্দ্র মোদিকে চা বিক্রি করতে দেখিনি । সে এখন এসে বলছে আমি চৌকিদারি করি ।" আজ নারায়ণগড়ে জনসভা থেকে মোদিকে কটাক্ষ করে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞার সমর্থনে আজ নারায়ণগড়ে প্রচারে আসেন অভিষেক । সেখানে সভা থেকে মোদিকে একপ্রকার তুলোধনা করেন তিনি । বলেন, "তুমি করলে চমৎকার আর আমি করলে বলাৎকার । তুমি করলে রামলীলা আর আমি করলে ক্যারেক্টার ঢিলা ।"

আজ এই জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রমাপ্রসাদ গিরি, জেলা সভাপতি অজিত মাইতি, উত্তরা সিংহ হাজরাসহ অন্য তৃণমূল নেতা-কর্মীরা । সভা থেকে তিনি বলেন, "দু'দফায় নির্বাচন শেষ । দু'দফায় নির্বাচন হয়েছে । আর আমরা 5-0 গোল দিয়ে ইতিমধ্যে এগিয়ে গেছি । আর 37-এর লড়াই বাকি । কারণ ? প্রথম দফায় হাত ভেঙে দিয়েছি, দ্বিতীয় দফায় পা ভেঙে দিয়েছি, তৃতীয় দফায় কোমর ভাঙব, চতুর্থ দফায় ঘাড় ভাঙব, পঞ্চম দফায় মাথা আর ষষ্ঠ দফায় বল হরি হরি বল করে 23 মে'র পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে BJP-র পরলোকগমন হবে ।" এরপর নরেন্দ্র মোদির নেতৃত্বে শেষ পাঁচ বছরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, "গত 30 বছরে একটা ITI(ইনডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট) হয়নি । গত পাঁচ বছরে একটিও পলিটেকনিক তৈরি হয়নি । একটা নলকূপ লাগিয়ে সাবমারসিবল করেনি । তাদের কাছে উন্নয়ন ও সংহতি তৃণমূলকে শিখতে হবে না । মমতা ব্যানার্জি যা বলেছে তা অক্ষরে অক্ষরে করে দেখিয়েছেন । আজকে যারা রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না তারা ধর্মের উপর ভরসা করে বাংলাকে অশান্ত করতে চাইছে ।"

ভিডিয়োয় শুনুন কী বললেন অভিষেক
সভায় বক্তব্য রাখতে গিয়ে সারদা প্রসঙ্গ তুলে বলেন, কাশ্মীর থেকে তুলে এনে সুদীপ্ত সেনকে সাত বছর জেলে ঢুকিয়ে রেখেছি । আর নীরব মোদি, বিজয় মালিয়ার মতো চৌকিদাররা দেশ ছেড়ে লন্ডন আমেরিকা পালিয়েছে । মমতার নখের যোগ্য এরা হতে পারবে না ।" এরপরই তিনি বলেন, "রাষ্ট্রীয় গোকুল মিশন অর্থাৎ গোরু বাঁচানোর জন্য নরেন্দ্র মোদির সরকার খরচ করেছে 750 কোটি টাকা । আর বেটি বাঁচাও বেটি পড়াও এর জন্য খরচ করেছে 100 কোটি টাকা । সেখানে শুধু মমতা ব্যানার্জির কন্যাশ্রী প্রকল্পেই খরচ হয়েছে 7 হাজার কোটি টাকা ।"
Last Updated : Apr 21, 2019, 12:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details