পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আম পাড়া ঘিরে বিবাদ, গলা কেটে বৌদিকে খুন দেওরের - পুতুল দোলুই

গাছ থেকে আম পাড়া নিয়ে বিবাদের সূত্রপাত ৷ রাগে বৌদির গলা কেটে খুন করল দেওর ৷ মৃতার নাম পুতুল দোলুই ৷ ঘটনাস্থল থেকেই অভিযুক্ত দীপঙ্কর দোলুইকে গ্রেফতার করেছে পুলিশ ৷

fight
বিবাদ

By

Published : May 15, 2020, 12:56 PM IST

দাসপুর,15 মে : গাছ থেকে আম পাড়া নিয়ে বচসার সূত্রপাত ৷ তবে বিনা অনুমতিতে আম পাড়ার পরিণাম যে এতটা নির্মম হতে পারে তা কল্পনাও করেনি কেউ ৷ আম পাড়া নিয়ে বৌদি দেওরের ঝগড়ায় বৌদির গলা কেটে খুন করল দেওর ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত জয়কৃষ্ণপুরে ৷

জানা গিয়েছে, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে প্রায়দিনই ঝগড়া হত বৌদি পুতুল দোলুইয়ের সঙ্গে দেওর দীপঙ্কর দোলুইয়ের ৷ আম পাড়া নিয়েও এর আগে বেশ কয়েকবার বিবাদে জড়িয়েছিল তাঁরা ৷ বৃহস্পতিবার দুপুরেও গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয় ৷ বিবাদ চরম পর্যায়ে পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে বৌদির গলা কেটে দেয় দীপঙ্কর ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় পুতুল দোলুইয়ের (৩৮) ৷

মৃতা পুতুল দোলুই

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ ৷ তারা মৃতদেহটিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এবং ঘটনাস্থল থেকেই অভিযুক্ত দীপঙ্কর দোলুইকে গ্রেপ্তার করে পুলিশ ৷ খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷ একই পরিবারের মধ্যে খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গ্রামে ৷

ABOUT THE AUTHOR

...view details