পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খড়গপুরে গ্য়াস সিলিন্ডার ফেটে জখম 5

রবিবার সকালে কাজিপুর গ্রামের ওই বাড়িতে 3 মহিলা ও এক 7 বছরের শিশু ছিল ৷ রান্না করতে গিয়ে তাঁরা বুঝতে পারেন গ্য়াস সিলিন্ডার লিক করছে ৷ এরপর গ্য়াস ওভেন সারাই করে এমন এক মিস্ত্রিকে ডেকে আনেন তাঁরা ৷

5_person_burned_in_kharagpur_deu_to_gas_cylinder_blust
খড়গপুরে গ্য়াস সিলিন্ডার বিস্ফোরণে জখম 5

By

Published : Nov 8, 2020, 9:38 PM IST

খড়্গপুর, 8 নভেম্বর : খড়গপুরে গ্য়াস সিলিন্ডার বিস্ফোরণ করে অগ্নিদগ্ধ হলেন 5 জন ৷ খড়পুরের কাজিপুর গ্রামের ঘটনায় এক শিশু সহ মোট 5 জন অগ্নিদগ্ধ হয়েছেন ৷ তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ খড়গপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে কাজিপুর গ্রামের ওই বাড়িতে 3 মহিলা ও এক 7 বছরের শিশু ছিল ৷ রান্না করতে গিয়ে তাঁরা বুঝতে পারেন গ্য়াস সিলিন্ডার লিক করছে ৷ এরপর গ্য়াস ওভেন সারাই করে এমন এক মিস্ত্রিকে ডেকে আনেন তাঁরা ৷ পুলিশ জানতে পেরেছে, কোথা থেকে গ্য়াস লিক করছে তা, জানতে দেশলাই জ্বালান ওই ব্য়ক্তি ৷ আর তাতেই দুর্ঘটনা ঘটে ৷ সিলিন্ডার বিস্ফোরণ করে আগুনে ঝলসে যান বাড়ির প্রত্য়েকে ৷ বিকট শব্দে সেখানে স্থানীয়রা ছুটে আসেন ৷ তাঁরাই অগ্নিদগ্ধ অবস্থায় 5 জনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করান ৷

খড়গপুরে গ্য়াস সিলিন্ডার বিস্ফোরণে জখম 5

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ ঠিক কী ঘটেছিল তা, জানার চেষ্টা করছে পুলিশ ৷ এই ঘটনায় গ্য়াস ওভেন সারাই করার মিস্ত্রির দিকেই অভিযোগ উঠেছে ৷ তাঁর অসতর্কতার কারণেই এই ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের ৷ তবে, পুলিশ গোটা ঘটনার সত্য়তা যাচাই করে দেখছে ৷ পাশাপাশি ওই এলাকায় মানুষজন রান্নার গ্য়াসের সিলিন্ডার নিয়ে কতটা সচেতন, তাও জানতে উদ্য়োগ নিচ্ছে পুলিশ প্রশাসন৷

ABOUT THE AUTHOR

...view details