পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিদ্যুতের খুঁটিতে ধাক্কা পিক আপ ভ্যানের, মৃত 4

আজ দুপুরে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার কেশররেখা এলাকা থেকে 12 জনের একটি দল পিকআপ ভ্যান ভাড়া করে নারায়ণগড়ে আসছিল ৷

Narayangarh accident
Narayangarh accident

By

Published : Apr 3, 2021, 3:57 PM IST

নারায়ণগড়, 3 এপ্রিল : বিদ্যুতের খুঁটির সঙ্গে পিক আপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন 4 জন ৷ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার বাঁশগেড়িয়া এলাকার ঘটনা ৷ জনা বারো যাত্রী নিয়ে নারায়ণগড়ে নিমন্ত্রণ বাড়ি আসছিল পিক আপ ভ্যানটি ৷ ঘটনাস্থলেই মৃত্য়ু হয় চারজনের ৷ গুরুতর আহত চারজন ৷

আজ দুপুরে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার কেশররেখা এলাকা থেকে 12 জনের একটি দল পিক আপ ভ্যান ভাড়া করে নারায়ণগড়ে আসছিল ৷ পাকুড়সেনী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাদের । নারায়ণগড় থানার বাঁশগেড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে আসা পিক আপ ভ্যানটি রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে ৷ গাড়িতে থাকা 4 জনের তৎক্ষণাৎ মৃত্যু হয় । আহত বাকি 4 জনকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার ফলে বেশ কয়েক ঘণ্টা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে । পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা পিক আপ ভ্যানের ধাক্কা

আরও পড়ুন : নন্দীগ্রামের ঘটনায় কমিশনে রিপোর্ট নবান্নের, উল্লেখ নেই হামলার

স্থানীয়দের অভিযোগ, রাস্তা ফাঁকা থাকায় অনেক সময় চার চাকার যানের ড্রাইভাররা খুব জোরে গাড়ি চালায় ৷ তাছাড়া এই নারায়ণগড় এলাকার রাস্তা দীর্ঘদিনই খারাপ ৷ সব মিলিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষজন । এই বিষয়ে প্রশাসনকে আরও কঠোর ও সতর্ক হওয়া কথা বলছেন স্থানীয়রা ।

ABOUT THE AUTHOR

...view details