খড়গপুর, 2 মে : রাজস্থানের কোটা থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় ফিরল 136 জন পড়ুয়া। রাজ্য সরকারের তত্ত্বাবধানে তারা বাড়ি ফেরে । তবে জেলায় ঢোকার আগে স্বাস্থ্য বিভাগের তদারকিতে তাদের কোয়ারানটিনে রাখা হয়। তাদের শারীরিক পরীক্ষার রিপোর্ট ঠিক থাকলে বাড়ি পাঠানো হবে ।
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজস্থানের কোটা থেকে ফিরল 136 জন পড়ুয়ারা । আজ মেদিনীপুরে আসে তারা । এরমধ্যে 12 জন ঝাড়গ্রামের , 1 জন হাওড়ার । তবে জেলায় ঢোকার আগে তাদের চেক-আপ করানো হয় । এরপর এদের নিয়ে আসা হয় কোয়ারানটিন সেন্টারে । সেখানে লালা রস ও থার্মাল স্ক্রিনিং সহ বিভিন্ন রকম স্বাস্থ্য পরীক্ষা করা হয় । স্বাস্থ্য বিভাগ সূত্রের খবর, নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই তাদের ছেড়ে দেওয়া হবে । এবং 14 দিনের হোম কোয়ারানটিনে থাকবে তারা । কিন্তু যদি কারোর কোরোনা পজ়িটিভ ধরা পড়ে তবে তাকে খড়গপুরের কোরোনা হাসপিটালে রাখার ব্যবস্থা করা হবে ।