পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোটায় আটকে পড়া 136 জন পড়ুয়া ফিরল মেদিনীপুরে - west medinipur

লকডাউনের জেরে আটকে পড়েছিল। রাজস্থানের কোটায় আটকে পড়া 136 জন পড়ুয়া ফিরল মেদিনীপুরে ।

ছবি
ছবি

By

Published : May 2, 2020, 4:37 PM IST

খড়গপুর, 2 মে : রাজস্থানের কোটা থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় ফিরল 136 জন পড়ুয়া। রাজ্য সরকারের তত্ত্বাবধানে তারা বাড়ি ফেরে । তবে জেলায় ঢোকার আগে স্বাস্থ্য বিভাগের তদারকিতে তাদের কোয়ারানটিনে রাখা হয়। তাদের শারীরিক পরীক্ষার রিপোর্ট ঠিক থাকলে বাড়ি পাঠানো হবে ।


দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজস্থানের কোটা থেকে ফিরল 136 জন পড়ুয়ারা । আজ মেদিনীপুরে আসে তারা । এরমধ্যে 12 জন ঝাড়গ্রামের , 1 জন হাওড়ার । তবে জেলায় ঢোকার আগে তাদের চেক-আপ করানো হয় । এরপর এদের নিয়ে আসা হয় কোয়ারানটিন সেন্টারে । সেখানে লালা রস ও থার্মাল স্ক্রিনিং সহ বিভিন্ন রকম স্বাস্থ্য পরীক্ষা করা হয় । স্বাস্থ্য বিভাগ সূত্রের খবর, নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই তাদের ছেড়ে দেওয়া হবে । এবং 14 দিনের হোম কোয়ারানটিনে থাকবে তারা । কিন্তু যদি কারোর কোরোনা পজ়িটিভ ধরা পড়ে তবে তাকে খড়গপুরের কোরোনা হাসপিটালে রাখার ব্যবস্থা করা হবে ।

কোরোনা সংক্রমণ রুখতে লকডাউন জারি করে কেন্দ্র। যার কারণে বন্ধ সমস্ত পরিবহন ব্যবস্থা । এই অবস্থায় রাজস্থানের কোটায় আটকে যায় এই রাজ্যের মোট 2368 জন পড়ুয়া । তারা ও তাদের অভিভাবকরা সরকারের কাছে একাধিকবার বাড়ি ফেরানোর আবেদন করে। কিন্তু কোরোনা সংক্রমণ বাড়তে থাকায় সেই বিষয়ে কোনও পদক্ষেপ করতে পারেনি রাজ্য সরকার । তবে লকডাউন প্রক্রিয়ায় দ্বিতীয় দফা শেষ হওয়ার আগে সরকারি তরফ থেকে উদ্যোগ নেওয়া হয় তাদের ফেরানোর জন্য । রাজ্য সরকারি বাসে কোটা থেকে ওই পড়ুয়ারা ফেরে জেলায় ।

এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা বলেন, " জেলার মোট 123 জন ছাত্র-ছাত্রী কোটা থেকে ফিরেছে । যতদিন না সব টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষা সঠিকভাবে হয় ততদিন তারা খড়গপুরে কোরোনা হাসপাতালের কোয়ারানটিনে থাকবে । "

ABOUT THE AUTHOR

...view details