আসানসোল, 19 জুন : মানুষের সমস্যার কথা শুনতে গিয়েছিলেন গ্রামে । বিধায়ককে সামনে পেয়ে বাড়ি থেকে বেরিয়ে ঘিরে ধরলেন মানুষজনও । কিন্তু এই কোরোনা পরিস্থিতিতে গ্রামবাসীদের মুখে যেমন মাস্ক নেই, তেমনই মাস্ক দেখা গেল না বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের মুখেও । সামাজিক দূরত্ব না মেনেই চলল পুরো কর্মসূচি ।
মাস্ক ছাড়াই গ্রামবাসীর সঙ্গে সাক্ষাৎ বিধায়কের, উধাও সামাজিক দূরত্ব
আজ সালানপুরের ক্ষুদিকা গ্রাম পরিদর্শেনে যান বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় । কিন্তু কোথাও সামাজিক দূরত্ব মানা হয়নি ।
ক্রমবর্ধমান সংক্রমণের কথা মাথায় রেখে বারবার সামাজিক দূরত্ব, মাস্ক পরা তথা প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে । প্রশাসনের তরফে নানা নিয়ম-নির্দেশিকা জারি করা হচ্ছে । কোথাও নিয়ম ভঙ্গ হলে কড়া পদক্ষেপ করছে পুলিশ । কিন্তু অসচেতনতা চরমভাবে ফুটে উঠল স্বয়ং জনপ্রতিনিধির কাজে । আজ বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় মানুষজনের সমস্যার কথা শুনতে সালানপুরের ক্ষুদিকা গ্রামে গেছিলেন । মাস্ক না পরেই গ্রামবাসীদের সঙ্গে দেখা করেন তিনি । বিধায়ক দেখে ভিড় জমায় স্থানীয়রা । মুহূর্তেই উধাও হয়ে যায় সামাজিক দূরত্ব । কয়েকদিন আগে এই সালানপুরেই কোরোনা আক্রান্ত রোগীর হদিশ মিলেছে । তারপরও খোদ বিধায়কের এই পদক্ষেপে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও এনিয়ে বিধায়ককে জিজ্ঞাসা করা হলে, বিষয়টি এড়িয়ে যান তিনি ।
স্থানীয়দের তরফে জানা গেছে, পানীয় জলের সমস্যা থেকে শুরু করে রাস্তা, পাকা বাড়ি-সহ নানা সমস্যার কথা শুনেছেন বিধায়ক । সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।