দুর্গাপুর , 1 অগাস্ট : সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর ছবি পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ । কাঁকসা থানার পানাগড় হাজরা পাড়ার ঘটনা ৷ ধৃত যুবকের নাম কালু শেখ ৷
সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ছবি পোস্ট, গ্রেপ্তার যুবক - durgapur
গতকাল সন্ধেয় কালু শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ ৷ তার বিরুদ্ধে অভিযোগ, সে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন ছবি পোস্ট করেছে ৷
পুলিশ সূত্রে খবর, কালু সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে বেশ কয়েকটি অশালীন পোস্ট করে । সেই ছবি ভাইরাল হয়। ঘটনায় স্থানীয় এক যুবক কালু শেখের বিরুদ্ধে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ গতকাল সন্ধেয় কালুকে গ্রেপ্তার করে ।
অভিযুক্ত যুবক নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সে বলে, "ভুল হয়ে গেছে । এই ধরনের পোস্ট করা অনুচিত।" প্রসঙ্গত, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে বারবার সোশাল মিডিয়ায় অপ্রীতিকর কোনও পোস্ট করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে । কিন্তু তার পরেও এই ধরনের পোস্ট করছেন অনেকেই ।