পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cycling for Unity: ধর্মীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকুন, বার্তা দিতে সাইকেলে দেশভ্রমণে ইঞ্জিনিয়ার

লোভনীয় বেতনের চাকরি ছেড়ে দেশের মানুষকে ধর্মীয় ভেদাভেদ মুক্ত করতে সাইকেল নিয়ে দেশভ্রমণে বেরিয়েছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ৷ প্যাডেল চালিত সাইকেল নিয়েই দেশের মানুষকে ঐকবদ্ধ থাকার বার্তা দিয়ে চলেছেন ঝাড়খণ্ডের যুবক বি শংকর রাও ।

Young man spreading awareness
ইলেকট্রিক ইঞ্জিনিয়র যুবক

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 2:32 PM IST

Updated : Oct 31, 2023, 3:29 PM IST

সাইকেল ভ্রমণে ঝাড়খণ্ডের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়র

দুর্গাপুর, 31 অক্টোবর: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাঁর সাম্যবাদী কবিতায় লিখেছেন, 'তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব-দেউল, সকল দেবতার' ৷ দেশজুড়ে যখন ধর্ম নিয়ে হানাহানির ঘটনা ঘটে চলেছে, তখন দেশবাসীর কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন 38 বছরের বি শংকর রাও ৷ চাকরি ছেড়ে সচেতনতার বার্তা পৌঁছে দিতে দু'চাকায় চড়ে দেশভ্রমণে বেরিয়েছেন ঝাড়খণ্ডের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ৷

যাত্রা শুরু করেছেন চলতি মাসের 25 তারিখ ৷ দেশের মানুষকে জাগ্রত করাই তাঁর লক্ষ্য । সাইকেল নিয়ে প্রান্তিক এলাকায় পৌঁছে যাচ্ছেন বি শংকর রাও ৷ তুলে ধরছেন অশান্ত মণিপুর থেকে নাগাল্যান্ডের কথা । তুলে ধরছেন যুদ্ধ-বিধ্বস্ত রাশিয়া, ইউক্রেন থেকে সম্প্রতি ইজরায়েল ও প্যালেস্তাইনের কথাও । তিনি বার্তা দিচ্ছেন, ধর্ম নিয়ে নিজেদের মধ্যে অশান্তি করলেই বহিরাগতরা সুযোগ নেবে । নেমে আসবে আঘাত । সেই সব থেকে বিরত থাকতে হবে ৷ তার জন্য সমস্ত ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে । ইতিমধ্যেই বি শংকর রাও ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এসে পৌঁছেছেন ৷ এই পথে তিনি পঞ্চাশের অধিক গ্রামে গিয়ে মানুষের মধ্যে সচেতনতার বীজ রোপন করেছেন । অনেকে জানেনই না দেশের বিভিন্ন প্রান্তে অগ্নিগর্ভ পরিস্থিতির কথা । তাঁদের কাছে এলাকা অশান্ত হওয়ার কারণ তুলে ধরছেন তিনি ।

আরও পড়ুন:পথকুকুরদের বাঁচানোর বার্তা নিয়ে দুর্গাপুর থেকে ভুবনেশ্বর দাদা-বোনের সাইকেল যাত্রা

শংকর সাইকেল নিয়ে কখনও ছুটে চলেছেন জাতীয় সড়কে ৷ আবার কখনও রাজ্য সড়কে । আগামী নভেম্বর মাসের 20 তারিখের মধ্যে অসম, শিলং, মেঘালয়, নাগাল্যান্ড এবং মণিপুরে সাইকেল নিয়েই সচেতনতা চালাবেন তিনি । বি শংকর রাও বলেন, "আমার একটাই লক্ষ্য, বিভেদ নয়, সকলকে ঐক্যবদ্ধ করা । তাহলেই জাগ্রত হবে আমাদের দেশ । এগিয়ে যাবে আগামী প্রজন্ম । জন্ম হবে না হিংসার, মৃত্যু হবে বিদ্বেষের ।" দুর্গাপুরেও এই বার্তা দিয়ে আবার সাইকেল নিয়েই কাঁকসার পানাগড় হয়ে রাজ্য সড়ক ধরে অসমের উদ্দেশে পাড়ি দিলেন এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়র ।

Last Updated : Oct 31, 2023, 3:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details