আসানসোল, 01 এপ্রিল: যখন দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের খুন, ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনা সামনে আসছে তখন এমন কিছু খবরও নজরে আসে যা মন ভালো করে দেয় ৷ সকল খারাপের মধ্যেও ভালো কিছু হওয়ার বার্তা দেয় ৷ ঠিক যেমন দীর্ঘ সময় ধরে দেশে যে নারীরা সুরক্ষিত সেই বার্তা দিয়ে চলেছেন ভোপালের মেয়ে আশা মালব্য ৷ শুধু দিনের বেলাতেই নয়, রাতেও একজন মহিলা নিরাপদে বেরোতে পারেন রাস্তায় ৷ সুদূর মধ্যপ্রদেশ থেকে একা সাইকেল চালিয়ে অভিনব এই বার্তাই দিয়ে আসছেন সাইক্লিস্ট আশা মালব্য ৷
ইতিমধ্যেই 11টি রাজ্য ঘুরে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের আসানসোলে পা রেখেছেন আশা ৷ তাঁকে বিশেষভাবে সম্মান জানানো হয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলির পক্ষ থেকে । পাশাপাশি তাঁর নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে ব্যবস্থা নিয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটও । গত পয়লা নভেম্বর মধ্যপ্রদেশের ভোপাল থেকে সাইকেল নিয়ে যাত্রা শুরু করেন আশা । ভারতবর্ষের নারীরা সুরক্ষিত এমনই বার্তা দিতে, ইতিমধ্যেই 11 হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে বারোটি রাজ্য ছুঁয়ে ফেলেছেন তিনি । লক্ষ্য 25 হাজার কিলোমিটার সাইকেল চালানো । মোট 28 টি রাজ্যে তিনি যেতে চান এবং ভারত ভ্রমণের শেষে 2023 সালের 15 অগস্ট এই যাত্রা দিল্লিতে গিয়ে শেষ করবেন বলে জানিয়েছেন তিনি ৷