পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাম্পারের ধাক্কায় মৃত্যু; অন্ডালে উত্তেজনা, আগুন - died

ডাম্পারে চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার । মৃতের নাম তনুজা বাউরি (45) । বেআইনি বালি তোলার অফিস ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা ।

আগুনে পুড়ছে

By

Published : May 29, 2019, 2:04 PM IST

Updated : May 29, 2019, 3:28 PM IST

অন্ডাল, 29 মে : অন্ডালে বালি বহনকারী ডাম্পারে চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার । মৃতের নাম তনুজা বাউরি (45) । এরপরই বেআইনি বালি তোলার অফিস ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা । জ্বালিয়ে দেওয়া হয় ঘাতক লরিটিকেও । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ।

আজ মদনপুর পঞ্চায়েতের পুবলা বালিঘাটে স্থান করতে গেছিলেন তনুজা বাউরি ও মনোজয় বাউরি । স্নান সেরে বাড়ি ফেরার সময় বালিঘাটে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার আচমকাই গড়িয়ে আসে । ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থানেই মৃত্যু হয় দিদি তনুজার । আহত হন মনোজয় । তাঁকে উখরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ।

পুড়ছে ডাম্পার

এদিকে, এই ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে । বালিঘাটের পাশে বালি মাফিয়াদের কার্যালয় ভাঙচুর করে উত্তেজিত জনতা । আগুন ধরিয়ে দেওয়া হয় ঘাতক ডাম্পারটিতে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ বাহিনী । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ।

Last Updated : May 29, 2019, 3:28 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details