দুর্গাপুর, ২৮ মে:পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের কৃষক বাজারে ধান বিক্রি করতে না পারায় শুক্রবার কিষান মান্ডিতে বিক্ষোভ দেখান কাঁকসার কৃষকরা। কৃষক ও মিল মালিকদের একটাই অভিযোগ, ধান নিয়ে ফড়েরা অশান্তির পরিবেশ তৈরি করছে। ফলে ধান বিক্রিতে প্রবল সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসনের আধিকারিকদের জানানো হয়েছে। যদিও তারা পরিস্থিতি বদলের চেষ্টা করছে।
কৃষক বাজারের এক আধিকারিক প্রশান্ত গড়াই জানিয়েছেন, সরকারি নিয়মমতো ধান নেওয়া হচ্ছে । সব চাষিরা একদিনেই চলে আসছেন ধান দিতে। ফলে এই মুহূর্তে তাঁদের সবার ধান কেনা সম্ভব হচ্ছে না, তাই অসুবিধা হচ্ছে। আর ফোড়ে কারা, সেটা চিহ্নিত করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি দ্রুত সমস্যা সমাধান করতে।