পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাঁকসায় কিষান মান্ডিতে ফড়েদের দাপট, ধান বিক্রিতে সমস্যা চাষিদের - MIDDLE MAN

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের কৃষক বাজারে ধান বিক্রি করতে না পারায় শুক্রবার কিষান মান্ডিতে বিক্ষোভ দেখান কাঁকসার কৃষকরা। কৃষক ও মিল মালিকদের একটাই অভিযোগ, ধান নিয়ে ফড়েরা অশান্তির পরিবেশ তৈরি করছে। ফলে ধান বিক্রিতে প্রবল সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।

WEST BURDWAN KANKASA
পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের কৃষক বাজারে বরোধান বিক্রি করতে না পারায় শুক্রবার কিষাণমান্ডিতে বিক্ষোভ দেখায় কাঁকসার কৃষকরা

By

Published : May 28, 2021, 5:42 PM IST

দুর্গাপুর, ২৮ মে:পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের কৃষক বাজারে ধান বিক্রি করতে না পারায় শুক্রবার কিষান মান্ডিতে বিক্ষোভ দেখান কাঁকসার কৃষকরা। কৃষক ও মিল মালিকদের একটাই অভিযোগ, ধান নিয়ে ফড়েরা অশান্তির পরিবেশ তৈরি করছে। ফলে ধান বিক্রিতে প্রবল সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসনের আধিকারিকদের জানানো হয়েছে। যদিও তারা পরিস্থিতি বদলের চেষ্টা করছে।

কৃষক বাজারের এক আধিকারিক প্রশান্ত গড়াই জানিয়েছেন, সরকারি নিয়মমতো ধান নেওয়া হচ্ছে । সব চাষিরা একদিনেই চলে আসছেন ধান দিতে। ফলে এই মুহূর্তে তাঁদের সবার ধান কেনা সম্ভব হচ্ছে না, তাই অসুবিধা হচ্ছে। আর ফোড়ে কারা, সেটা চিহ্নিত করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি দ্রুত সমস্যা সমাধান করতে।

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের কৃষক বাজারে বরোধান বিক্রি করতে না পারায় শুক্রবার কিষাণমান্ডিতে বিক্ষোভ দেখায় কাঁকসার কৃষকরা

আরও পড়ুন:আঁশ-সহ প্য়াঙ্গালিন উদ্ধার, ধৃত তিন পাচারকারী

ধান মিল মালিক গৌতম ভট্টাচার্য জানিয়েছেন, ফড়েদের জন্য ধান বিক্রিতে সমস্যা হচ্ছে। বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে দেখা উচিত। কাঁকসার চাষিদের অভিযোগ, কিষান মান্ডি থেকে তাঁদের ধান বিক্রি করতে নির্দিষ্ট তারিখ দেওয়া হচ্ছে না । ঘুরতে হচ্ছে বহুবার। খবর পেয়ে কাঁকসার বিডিও ঘটনাস্থলে যান এবং তিনি সুষ্ঠুভাবে ধান কেনার নির্দেশিকা দেন কিষান মান্ডির আধিকারিকদের।

ABOUT THE AUTHOR

...view details