পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চলন্ত ডাম্পারে আগুন, দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ - লকডাউন

দুর্গাপুর থেকে ফেরার পথে চলন্ত ডাম্পারে আগুন লাগে । পুড়ে যায় ডাম্পারটি । দমকলকে ফোন করা হলে দেরিতে আসার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে ।

ছবি
ছবি

By

Published : Apr 4, 2020, 3:05 PM IST

দুর্গাপুর, 4 এপ্রিল : দুর্গাপুর থেকে ফেরার পথে ডাম্পারে আগুন । 2 নম্বর জাতীয় সড়কের গোপালমাঠ ওভারব্রিজে আসানসোলের দিক থেকে দুর্গাপুরে আসার সময় ডাম্পারটিতে আগুন ধরে যায় ।

চলন্ত ওই ডাম্পারটির পিছন থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায় । সঙ্গে সঙ্গে গাড়ির চালক ও খালাসি নেমে পড়েন । দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গাড়িটিতে । ঘটনাস্থানে যায় ওয়াড়িয়া ফাঁড়ির পুলিশ । কিন্তু অভিযোগ, দমকল বিভাগকে ফোন করা হলেও তারা দেরিতে আসে ।

দমকলের ইঞ্জিন আসার আগেই এই ডাম্পারটি সম্পূর্ণ পুড়ে যায় । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই এই আগুন লাগে । তবে লকডাউনের জেরে জাতীয় সড়ক ফাঁকা থাকার কারণে কোনও যানজট তৈরি হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details