আসানসোল, 6 মার্চ : তৃণমূল বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে প্রায় 24 ঘণ্টা আগে ৷ আর সেই সঙ্গে শুরু হয়েছে বিধানসভার টিকিট না পাওয়া বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের দলত্যাগ ৷ তেমনি প্রার্থী তালিকা ঘোষণার পর তৃণমূল ছাড়লেন আসানসোলের জামুড়িয়ার প্রভাবশালী নেতা পূর্ণশশী রায় ৷ আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য থেকে শুরু করে আসানসোল স্টেডিয়াম কমিটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি ৷ সেই সব পদ থেকে আজ পদত্যাগ করেছেন পূর্ণশশী রায় ৷ তবে, সাংবাদিক বৈঠকে দল ছাড়া নিয়ে অবশ্য অন্য কথা বললেন তিনি ৷ জানালেন, নিজের এবং স্ত্রী শারীরিক অসুস্থতার কারণেই নাকি তৃণমূল ছাড়ছেন ৷ তবে, বিজেপিতে যোগ দেবেন না বলেই জানিয়েছেন পূর্ণশশী রায় ৷
তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের 24 ঘণ্টার মধ্যে ফের প্রকাশ্যে নব্য-প্রবীণ দ্বন্দ্ব ৷ আদি তৃণমূলী হিসেবে পরিচিত আসানসোলের প্রভাবশালী নেতা পূর্ণশশী রায় ৷ জামুড়িয়া থেকে শ্রমিক ইউনিয়নের নেতা হরেরাম সিংকে প্রার্থী ঘোষণার পর আজ আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ড সহ একাধিক পদ থেকে সরে দাঁড়ালেন তিনি ৷ একই সঙ্গে তৃণমূল ছাড়ার কথাও ঘোষণা করেছেন পূর্ণশশী রায় ৷ বাম আমলে থেকেই কোলিয়ারি অঞ্চলে তৃণমূলের সংগঠনকে মজবুত করতে কঠোর পরিশ্রম করেছিলেন তিনি ৷ তখন থেকেই জিতেন্দ্র তিওয়ারির ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন ৷ তবে, জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল ছাড়লেও দলে রয়ে গিয়েছিলেন ৷ আর তার পিছনে কারণ ছিল, তৃণমূলের পুরনো কর্মী হিসেবে নিজের দায়িত্ববোধ ৷ এমনকি তৃণমূলের তরফে তাঁকে বিধানসভা নির্বাচনে জামুড়িয়া থেকে প্রার্থী করা হতে পারে বলেও মনে করা হয়েছিল ৷ কিন্তু, একনিষ্ঠ এই কর্মীকে তাঁর মর্যাদা না দেওয়াতেই এবার তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি ৷