আসানসোল, ১৯ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় যখন সরব গোটা দেশ, তখন সহকর্মীদের হারানোর স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে তাঁকে। কারণ সেই মর্মান্তিক ঘটনাকে একেবারে সামনে থেকে দেখেছেন তিনি। চোখ বন্ধ করলেই ওই ঘটনার ছবি ভেসে উঠছে তাঁর সামনে। তবে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও এখন আর বিচলিত নন। বরং এই ঘটনার বদলা না নেওয়া পর্যন্ত শান্তিতে থাকতে পারবেন না বলে জানিয়েছেন ১০৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান জয় গাঙ্গুলি। ETV ভারতের মুখোমুখি হয়ে সেই ঘটনার অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
বছর আটেক আগে CRPF-এ যোগ দেন বাঁকুড়ার সোনামুখীর বাসিন্দা জয় গাঙ্গুলি। ১৪ ফেব্রুয়ারি শহিদ জওয়ানদের গাড়ির ঠিক ঠিক পিছনের গাড়িতেই ছিলেন জয়। হেডকোয়ার্টারে যাওয়ার জন্য ১৪ ফেব্রুয়ারি CRPF জওয়ানদের কনভয় কাশ্মীর থেকে শ্রীনগরে রওনা দিয়েছিল। জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎই একটা গাড়ি তাঁদের কনভয়ে থাকা তিন নম্বর গাড়িতে ধাক্কা মারে। ধাক্কার সঙ্গে সঙ্গেই উড়ে যায় তিন নম্বর গাড়িটি। শহিদ হন ৪৫ জন জওয়ান। পরে জানা যায় যে গাড়িটি ধাক্কা দিয়েছিল তাতে ভরতি ছিল RDX। এই গোটা ঘটনার নিজের চোখের সামনে দেখেছিলেন জয়। নিমেষের মধ্যে শেষ হয়ে যেতে দেখেছেন সহকর্মীদের।
আসানসোলের হিরাপুরে জয়ের শ্বশুরবাড়ি। ঘটনার সময় স্ত্রী শ্রাবণী গাঙ্গুলি বাবারবাড়িতেই ছিলেন। টিভিতে জঙ্গি হামলার খবর দেখার পর জয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু, সফল হননি। এমন কী, নিজের ঠিক থাকার কথা সেই মুহূর্তে পরিবারের সদস্যদের জানাতে পারেননি জয়। ফলত স্বামীর কোনও খবর না পেয়ে অসুস্থ হয়ে পড়েন শ্রাবণী। আসানসোল জেলা হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি আসানসোল পৌঁছান জয়।