পশ্চিম বর্ধমান, 10 এপ্রিল : আগামী 26 এপ্রিল সপ্তম দফায় পশ্চিম বর্ধমানে বিধানসভার ভোট ৷ তার আগে বিরোধী বিজেপির নেতাদের কোয়ারেন্টিন করার দাবি জানালেন পশ্চিম বর্ধমানের তৃণমূল কো-অর্ডিনেটর ভি শিবদাশন দাশু ৷ তাঁর কথায়, ভিন রাজ্য থেকে প্রচারে আসা বিজেপির শীর্ষ নেতাদের কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট নিয়ে জেলায় প্রবেশ করতে হবে ৷ আর তা না হলে 15 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাঁদের ৷ তৃণমূলের জেলা কো-অর্ডিনেটরের এই মন্তব্যে, খোঁচা দিয়েছেন আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ৷ তাঁর কথায়, বিজেপি নেতারা কোয়ারেন্টিনে যাবে, না বর্তমান সরকার সেটা সময় বলবে ৷’’
সপ্তম দফায় আগামী 26 এপ্রিল নির্বাচন পশ্চিম বর্ধমানে ৷ যার আগে আরও দু’দফা নির্বাচন রয়েছে রাজ্যে ৷ তবে, তাঁর অনেক আগে থেকেই পশ্চিম বর্ধমানে রাজনৈতিক প্রচার নিয়ে শাসক-বিরোধী দ্বৈরথ শুরু হয়ে গেল ৷ যেখানে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভিন রাজ্য থেকে আসা বিজেপি নেতাদের কোয়ারেন্টিনে পাঠানোর পরামর্শ দিলেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর ভি শিবদাশন দাশু ৷ তাঁর দাবি, পশ্চিম বর্ধমানে যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে বিজেপির শীর্ষ নেতারা বাইরে থেকে প্রচারে এলে, তাঁদের কোভিড-19 নেগেটিভ রিপোর্ট হাতে নিয়ে জেলায় প্রবেশ করতে হবে ৷ আর তা না হলে, 15 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে ৷