অন্ডাল, 29 এপ্রিল: আসানসোল লোকসভার অন্তর্গত রানিগঞ্জ বিধানসভার অন্ডালের 113 ও 114 নম্বর বুথে EVM-এ BJP-র প্রতীকের নিচে BJP লেখা রয়েছে । তৃণমূলের অভিযোগ, পদ্ম প্রতীকের নিচে BJP লেখা রয়েছে ।
EVM-এ প্রতীকের নিচে BJP, অভিযোগে ভোট বন্ধ অন্ডালে - booth
আসানসোল লোকসভার রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 113 ও 114 নম্বর বুথে EVM-এ প্রতীকের নিচে লেখা রয়েছে BJP । এই অভিযোগে ওই দুই বুথে সকাল থেকে বন্ধ ভোটগ্রহণ ।
এই বিষয়ে এক তৃণমূল কর্মী বলেন , "আমাদের মনে হয় এটা নির্বাচন কমিশনের বিজ্ঞানসম্মত উপায়ে রিগিংয়ের কোনও পদ্ধতি। যাতে সব ভোট BJP-র খাতায় যায় । তাই যতক্ষণ না পর্যন্ত সেক্টর অফিসার এসে আমাদের সঠিক উত্তর দেন ততক্ষণ এই বুথে ভোটগ্রহণ বন্ধ থাকবে । " সকাল থেকে এখনও পর্যন্ত ভোটগ্রহণ শুরু করা যায়নি সংশ্লিষ্ট বুথ দুটিতে ।
এর আগে উত্তর ২৪ পরগনার আমডাঙার সাধনপুর হাইস্কুলে মক পোল চলার সময় EVM-এ BJP-র নাম লেখা নিয়ে বিতর্ক বাধে। সেইসময় নির্বাচন কমিশন জানিয়ে দেয়, BJP-র প্রতীক কমিশন স্বীকৃত। ২০১৪ সালেও এই প্রতীকই ব্যবহৃত হয়েছিল। BJP প্রতীকের নিচে দলের নাম লেখা নেই। পদ্মফুলের নিচে ওটা জলেরই ছবি।