দুর্গাপুর, ১২ মার্চ : কারখানার স্ট্রিপার ওয়েতে ডাম্পারের ধাক্কা। মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত কারখানার (DSP) দুই কর্মীর। মৃতদের নাম চন্দ্রভূষণ কুমার(৫২) ও উৎপল মণ্ডল(৩৬)।
কারখানার ভিতর ডাম্পারের ধাক্কা, মৃত DSP-র ২ কর্মী - died
কারখানার স্ট্রিপার ওয়েতে ডাম্পারের ধাক্কা। মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত কারখানার (DSP) দুই কর্মীর। মৃতদের নাম চন্দ্রভূষণ কুমার(৫২) ও উৎপল মণ্ডল(৩৬)।
দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিক পদে কাজ করতেন চন্দ্রভূষণবাবু। ওই একই কারখানার স্থায়ী কর্মী উৎপল মণ্ডল। আজ সকালে মর্নিং শিফটের কাজ সেরে কারখানার ভিতরের স্ট্রিপার ওয়ে দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেইসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ডাম্পার বাইকটিকে ধাক্কা মারে। মাটিতে পড়ে যায় ওই দুই ব্যক্তি। সেইসময় তাঁদের পিষে দিয়ে চলে যায় ডাম্পারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই ব্যক্তির। ঘটনাস্থানে আসে CISF। তারা ঘাতক ডাম্পারটিকে আটক করে। এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি ডাম্পারের চালকের।
এই ঘটনাকে কেন্দ্র করে কারখানার CEO-কে ঘিরে বিক্ষোভ দেখান অন্য কর্মীরা। পাশাপাশি মৃতদেহ দুটিকেও ঘটনাস্থান থেকে নিয়ে যেতে দেওয়া হয়নি। তাঁদের দাবি, মৃতদের পরিবারের একজনকে চাকরি দিতে হবে। তা নাহলে মৃতদেহ নিয়ে যেতে দেওয়া হবে না।