পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোবাইল চোর সন্দেহে দুই নাবালককে খুঁটিতে বেঁধে মারধর

স্থানীয় সূত্রে খবর , গত কয়েকদিন ধরেই এলাকায় বাড়ছিল মোবাইল চুরির ঘটনা। আজ সকালে ওই দুই নাবালককে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়।

asansol
আসানসোল

By

Published : May 10, 2020, 5:39 PM IST

আসানসোল,10 মে : আসানসোলের দক্ষিণ থানার অন্তর্গত মহীশিলায় দুই নাবালককে স্থানীয় বাসিন্দারা মোবাইল চোর সন্দেহে ধরে ফেলে। এরপর তাদেরকে খুঁটিতে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ গিয়ে ওই দুই নাবালককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর , গত কয়েকদিন ধরেই এলাকায় বাড়ছিল মোবাইল চুরির ঘটনা। আজ সকালে দুই নাবালককে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। বাসিন্দাদের দাবি এক মোটরসাইকেল চালক ওই দুই নাবালককে এলাকায় রোজ নামিয়ে দিয়ে যায়। আজ তাদের হাতেনাতে ধরা হয়েছে ৷

প্রাথমিকভাবে দুজনকে মোবাইল চোর সন্দেহ করা হয় ৷ সন্দেহবশত আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। ওই দুই নাবালকের থেকে কিছুই জানাতে পারা যায়নি। এরপর ওই দুই নাবালককে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হয়। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থানে যায়। উদ্ধার করে দুজনকে থানায় নিয়ে গিয়েছে পুলিশ ৷ চলছে জিজ্ঞাসাবাদ ।

যদিও ওই দুই নাবালক মোবাইল চোর কিনা সে বিষয়ে এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে অমানবিক ভাবে বালকদের খুঁটিতে বেঁধে মারধর করার ঘটনায় বিশিষ্টজনরা নিন্দা করেছে ।

ABOUT THE AUTHOR

...view details