পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Party Office Vandalized: নির্মীয়মাণ বিজেপির কার্যালয় ভাঙচুর,অভিযুক্ত তৃণমূল - BJP Party Office Vandalized

দুর্গাপুরে নির্মীয়মাণ বিজেপির কার্যালয় (BJP Party Office Destroyed ) ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ শাসকদল অবশ্য এই অভিযোগ মানতে নারাজ ৷

BJP Party Office Vandalised
নির্মীয়মান বিজেপির কার্যালয়

By

Published : Feb 18, 2023, 11:13 AM IST

বিজেপির কার্যালয় ভাঙার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দুর্গাপুর, 18 ফেব্রুয়ারি:নির্মীয়মাণ বিজেপির কার্যালয় (BJP Party Office) ভেঙে গুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা ৷ এমনটাই অভিযোগ গেরুয়া শিবিরের তরফে ৷ তাদের অভিযোগ শাসকদলই এমন কাজ করেছে ৷ জানা গিয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর দুর্গাপুর স্টিল টাউনশিপের ট্রাঙ্ক রোড এলাকায় বিজেপির একটি কার্যালয় ভেঙ্গে ফেলা হয় । অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে । 2023 সালের 26 জানুয়ারি ওই জায়গাতেই ফের আরও একবার বিজেপির কার্যালয় গড়ে তোলার জন্য কাজ শুরু হয় ।

বিজেপির পশ্চিম বর্ধমান জেলার বিধায়ক লক্ষণ ঘড়ুই-সহ নেতা কর্মীদের উপস্থিতিতে অস্থায়ী থেকে পাকাপোক্ত করে কার্যালয় গড়ে তোলার কাজ শুরু হয় । সেইমতো ইঁট, সিমেন্ট দিয়ে কংক্রিটের দেওয়াল তৈরির কাজও করা শুরু হয় । কিন্তু অভিযোগ, শুক্রবার গভীর রাতে সেই দেওয়াল ভেঙে দেয় দুষ্কৃতীরা । শনিবার সকালে এই খবর চাউর হতেই বিজেপির নেতা কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় । বিধায়ক আগেই বলেছিলেন, "আমরা এই কার্যালয় আবার গড়ে তুলছি । কিন্তু এরপরে যদি এই কার্যালয়ের একটা ইঁটও ভেঙ্গে ফেলা হয় ৷ তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব ।"

বিজেপির কার্যালয় ভেঙে গুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা

লক্ষণ ঘড়ুই এইকথা বলার পর কাজ শুরু হয় কিন্তু তার 72 ঘণ্টা পরেই সেই নির্মীয়মাণ কার্যালয়ের দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় (Trinamool accused of demolishing BJP party office) । বিজেপি নেতা সঞ্জয় গুহ অভিযোগ করেন, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । আমরা গতকাল এই কাজ করানোর জন্য অনেক রাত পর্যন্ত ছিলাম । আমরা বাড়ি ফিরতেই কাপুরুষের মত দেওয়ালগুলো ভেঙে ফেলা হয় । তবে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও এই কার্যালয় ফের গড়ে তুলব ।"

যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগকে অস্বীকার করেছে । শাসকদলের দাবি, দুর্গাপুর শহরে বিজেপির এখন অনেকগুলি গোষ্ঠী । তাদের কার্যালয় হচ্ছিল সেটা হয়তো বিজেপির লোকরাই মেনে নিতে পারেননি । দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অধিগৃহীত জমিতে বিজেপির এই কার্যালয় গড়ে উঠেছিল । সবমিলিয়ে কার্যালয় ভেঙ্গে ফেলাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপা উত্তেজনা দেখা দিয়েছে ওই এলাকায় । ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশকেও আসতে দেখা যায় । বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই ঘটনার জন্য দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলেও জানানো হয়েছে ।

আরও পড়ুন:সরকারি জমি দখলের অভিযোগ, বিজেপি ও তৃণমূল একযোগে ভাঙল অবৈধ নির্মাণ

ABOUT THE AUTHOR

...view details