দুর্গাপুর, 3 সেপ্টেম্বর : কেন্দ্রের উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস পেয়েছিল দুর্গাপুরের আদিবাসী এবং নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি ৷ সেই সঙ্গে প্রতিশ্রুতি ছিল রান্নার গ্যাস ফুরিয়ে গেলে নতুন সিলিন্ডার নেওয়ার জন্য প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে ৷ কিন্তু সেই প্রতিশ্রুতিই সার ৷ প্রথম সিলিন্ডার বিনামূল্যে পাওয়ার পর দ্বিতীয়বার সিলিন্ডার বুক করতে পুরো টাকা দিতে হয়েছে ৷ এখন নিয়মিতভাবে বাড়ছে রান্নার গ্যাসের দাম ৷ ফলে উজ্জ্বলা যোজনার গ্যাসের কানেকশন বাড়িতে থাকলেও সেই গ্যাস সিলিন্ডার কেনার সামর্থ নেই আদিবাসী এবং নিম্নবিত্ত পরিবারগুলির ৷
এই পরিস্থিতিতে তাঁদের রান্না করার জন্য একমাত্র ভরসা কাঠের উনুন ৷ কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্য বন দফতরের নিষেধাজ্ঞা ৷ দুর্গাপুরের বনাঞ্চলে গাছ কাটায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ ফলে জঙ্গলে ঢুকে গাছ কাটতে গিয়ে ধরা পড়লে শাস্তি হতে পারে ৷ সেই ভয়ে জ্বালানির কাঠও সংগ্রহ করতে পারছেন না গরীব দিন আনা দিন খাওয়া মানুষগুলি ৷ এই পরিস্থিতিতে জঙ্গলের শুকনো পাতা কুড়িয়ে এনে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন তাঁরা ৷ কিন্তু এভাবে রান্না করা প্রায় দুঃসাধ্য হয়ে উঠেছে তাঁদের পক্ষে ৷ ফলে ঘরে সরকারের দেওয়া রেশনের 2 টাকা কেজি চাল, ডাল এবং অন্যান্য মশলাপাতি থাকলেও জ্বালানির অভাবে মিটছে না পেটের জ্বালা ৷