উদয়নারায়ণপুর, 2 জুন : ভোটের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যে BJP ও তৃণমূল হিংসা অব্যাহত । আজ হাওড়ার সিংটিতে তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে ।
হাওড়ায় তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, অভিযুক্ত BJP
হাওড়ায় বিজয় মিছিল চলাকালীন তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ BJP-র বিরুদ্ধে ।
আজ উদয়নারায়ণপুরে সিংটি এলাকায় বিজয় মিছিল বের করে BJP । তৃণমূলের অভিযোগ, দুপুর বেলায় তাদের কার্যালয় বন্ধ ছিল । BJP কর্মীরা মিছিল থেকেই অতর্কিতে তাদের কার্যালয়ে ভাঙচুর চালায় । যদিও BJP-র তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে । হাওড়ার BJP-এর গ্রামীণ সাধারণ সম্পাদক প্রত্যুষ মণ্ডল বলেন, "সমস্ত শান্তি-শৃঙ্খলা বজায় রেখেই মিছিল চলছিল । এরপর মিছিলটি তৃণমূলের কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় সেখান থেকে BJP কর্মীদের উদ্দেশ্যে কটূক্তি করা হয় । পরে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে । আমাদের কোনও কর্মী এর সাথে যুক্ত নয় । "