জামুড়িয়া, 23 জুন : তোলাবাজির দায়ে দল থেকে একসময় সাসপেন্ড হওয়া যুবনেতাকেই দলে ফিরিয়ে আনলেন জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি । তুলে দিলেন দলীয় কার্যালয়ের ভার । বললেন, "দিদিকে যে ভালোবাসবে সেই সবচেয়ে বড় নেতা ।"
বছর চারেক আগে জামুড়িয়ার শিল্পতালুক এলাকায় এক কারখানায় তোলাবাজিতে নাম জড়িয়েছিল অলোক দাসের । তৎকালীন জেলা সভাপতি ভি. শিবদাসন দাশু তাঁকে দলীয় কাজকর্ম থেকে দূরে সরিয়ে দেন । পরে তৃণমূল সুপ্রিমোর সরাসরি হস্তক্ষেপে দল থেকে সাসপেন্ড করা হয় অলোককে । এরপর থেকে ধীরে ধীরে জামুড়িয়ায় তৃণমূলের সংগঠন ভেঙে পড়তে শুরু করে । 2016 বিধানসভা নির্বাচনে জামুড়িয়া হাতছাড়া হয় তৃণমূলের । পঞ্চায়েত ভোটে জামুড়িয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে । আর লোকসভা নির্বাচনে প্রচুর ভোটে পিছিয়ে পড়ে তৃণমূল । তাই, সংগঠন চাঙ্গা করতে ফের একবার অলোককে ফিরিয়ে আনল জেলা নেতৃত্ব ।