দুর্গাপুর, 10 ফেব্রুয়ারি : তৃণমূল মহিলা উপপ্রধানের শ্লীলতাহানির অভিযোগ৷ গ্রেপ্তার দলেরই এক স্থানীয় নেতা৷ পশ্চিম বর্ধমানের কাঁকসার ঘটনায় বেকায়দায় শাসকদল৷
তৃণমূল কংগ্রেস পরিচালিত কাঁকসার একটি গ্রাম পঞ্চায়েত এলাকায় খোদ উপপ্রধানেরই শ্লীলতাহানির অভিযোগ উঠল দলের স্থানীয় এক নেতার বিরুদ্ধে৷ উপপ্রধানের দাবি, দু’দিন আগে এলাকাবাসীকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য স্লিপ দিতে বলা হয়েছিল পঞ্চায়েতের তরফে৷ উপপ্রধান ও তাঁর স্বামী বাড়ি থেকেই স্বাস্থ্যসাথী কার্ডের স্লিপ বিলি করছিলেন৷
অভিযোগ, এ নিয়েই স্থানীয় তৃণমূল নেতা বাপ্পা গোস্বামীর সঙ্গে শুরু হয় বিবাদ৷ বাপ্পা পঞ্চায়েত কার্যালয় থেকে স্লিপ বিলি করতে বলেন৷ বিবাদের জেরে উপপ্রধানের সঙ্গে অশালীন আচরণও করেন তিনি৷ ঘটনায় নাম জড়ায় বাপ্পার কয়েকজন অনুগামীরও৷