পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল উপপ্রধানের শ্লীলতাহানিতে গ্রেপ্তার দলেরই নেতা

পশ্চিম বর্ধমানের কাঁকসায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের শ্লীলতাহানির অভিযোগ৷ গ্রেপ্তার দলেরই এক স্থানীয় নেতা৷ আইন মাফিক পদক্ষেপ করা হবে, জানালেন স্থানীয় ব্লক তৃণমূল নেতা৷

Wb_dur_01_ tmc women leader mollested by the tmc leaders in kaksa _7204345
তৃণমূল উপপ্রধানের শ্লীলতাহানিতে গ্রেপ্তার দলেরই নেতা

By

Published : Feb 10, 2021, 6:11 PM IST

দুর্গাপুর, 10 ফেব্রুয়ারি : তৃণমূল মহিলা উপপ্রধানের শ্লীলতাহানির অভিযোগ৷ গ্রেপ্তার দলেরই এক স্থানীয় নেতা৷ পশ্চিম বর্ধমানের কাঁকসার ঘটনায় বেকায়দায় শাসকদল৷

তৃণমূল কংগ্রেস পরিচালিত কাঁকসার একটি গ্রাম পঞ্চায়েত এলাকায় খোদ উপপ্রধানেরই শ্লীলতাহানির অভিযোগ উঠল দলের স্থানীয় এক নেতার বিরুদ্ধে৷ উপপ্রধানের দাবি, দু’দিন আগে এলাকাবাসীকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য স্লিপ দিতে বলা হয়েছিল পঞ্চায়েতের তরফে৷ উপপ্রধান ও তাঁর স্বামী বাড়ি থেকেই স্বাস্থ্যসাথী কার্ডের স্লিপ বিলি করছিলেন৷

অভিযোগ, এ নিয়েই স্থানীয় তৃণমূল নেতা বাপ্পা গোস্বামীর সঙ্গে শুরু হয় বিবাদ৷ বাপ্পা পঞ্চায়েত কার্যালয় থেকে স্লিপ বিলি করতে বলেন৷ বিবাদের জেরে উপপ্রধানের সঙ্গে অশালীন আচরণও করেন তিনি৷ ঘটনায় নাম জড়ায় বাপ্পার কয়েকজন অনুগামীরও৷

আরও পড়ুন:মহিলা সহযাত্রীদের কটূক্তি মত্ত জওয়ানের, গ্রেপ্তার অভিযুক্ত

উপপ্রধানের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই বাপ্পাকে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ৷

এ নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূলের কাঁকসার ব্লক সভাপতি দেবদাস বক্সী বলেন, ‘‘আমি এসব কিছুই শুনিনি। প্রশাসন আইন মেনে যা ব্যবস্থা নেওয়ার নেবে।’’

অন্যদিকে বিজেপির অভিযোগ, শাসকদলের এইসব অভ্যন্তরীণ ঝামেলার জন্যই কাঁকসায় কোনও উন্নয়ন হচ্ছে না৷

ABOUT THE AUTHOR

...view details