আসানসোল, 29 এপ্রিল : "চারদিকে বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে । বুথ দখলের খবর আসছে । কমিশনকে সব জানাচ্ছি । সব বুথে তো আমার পৌঁছানো সম্ভব নয় । যেখানেই আমি যাচ্ছি, সেখানেই ওরা (তৃণমূল) গন্ডগোল পাকানোর চেষ্টা করছে । কয়েকটি জায়গায় আমরা পুনর্নির্বাচন চাইব ।" বললেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয় ।
যেখানেই যাচ্ছি, সেখানেই ওরা গন্ডগোল পাকাচ্ছে : বাবুল - vote
"যেখানেই আমি যাচ্ছি, সেখানেই ওরা (তৃণমূল কংগ্রেস) গন্ডগোল পাকানোর চেষ্টা করছে । কয়েকটি জায়গায় আমরা পুনর্নির্বাচন চাইব ।" বললেন বাবুল সুপ্রিয় ।
চতুর্থ দফার নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় অশান্তির খবর মিলেছে । বুথে বুথে অশান্তির খবর পেয়েই পৌঁছান বাবুল সুপ্রিয় । তিনি বলেন, একটি সংবাদমাধ্যম বলেছে, আমরা না কি BJP-কে ভোট দেওয়ার কথা বলেছি । আমরা এসব করি না । উলটে কাশীডাঙায় আমাদের এজেন্টকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে ।"
তিনি আরও বলেন, "যেখানে যেখানে পৌঁছাতে পারব সেখানে যাব । জেমুয়াতে মানুষ বলছে, সেন্ট্রাল ফোর্স না এলে তাঁরা ভোট দেবেন না । আমরা সুপার ভাইজ়ারকে পুরো বিষয়টি জানিয়েছি ।"