দুর্গাপুর, 25 মে : এক BJP নেতার উপর হামলার চেষ্টা করা হল । ভাঙচুর করা হয়েছে তাঁর বাড়িও । আজ এমনই অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি দুর্গাপুরের অন্ডাল থানার ময়রা কোলিয়ারি এলাকার ।
আজ দুপুরে ওই নেতার বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ । তবে, সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় অন্ডাল থানার পুলিশ ।
ভাঙচুর করা হয় বাড়ির আসবাবপত্র লকডাউনের মধ্যেও রাজনৈতিক সংঘর্ষ দেখা গেল ময়রা কোলিয়ারি এলাকায় । BJP নেতার বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ । ভাঙচুর করা হয় আসবাবপত্র । তবে, তৃণমূল এই হামলা করেনি বলে জানিয়ে দেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বসানো হয়েছে পুলিশ পিকেটো এই হামলার পিছনে আসল কারণ কী জানতে তদন্ত শুরু করেছে পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে এলাকায় পুলিশ পিকেটও বসানো হয়েছে ।