দামোদর নদে তলিয়ে গেল তিন ছাত্র দুর্গাপুর, 27 জুন: স্কুল পালিয়ে দামোদর নদে স্নান করতে নেমে বিপত্তি। মঙ্গলবার সকালে জলে নেমে তলিয়ে গেল দুর্গাপুরের বাসিন্দা তিন পড়ুয়া। ঘটনাস্থলে এসে পৌঁছয় বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ। দেহগুলির খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷
জানা গিয়েছে, দুর্গাপুরের এভিভি হাইস্কুলের 8 জন দশম শ্রেণীর ছাত্র, স্কুল পালিয়ে এদিন এসেছিল দামোদর নদে স্নান করতে। স্নান করতে নেমে জলে তলিয়ে যায় তাদের মধ্যেই তিন পড়ুয়া। ইতিমধ্যে পুলিশ ও বিশেষ উদ্ধারকারি দল তিন ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ জানা গিয়েছে, এরা সকলেই দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের বাসিন্দা ৷
মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ দুর্গাপুরের একটি স্কুলের আট পড়ুয়া দামোদরের চরে আসে ৷ বেশ খানিক্ষণ বন্ধুরা সবাই মিলে গল্প করে, আড্ডা মারে ৷ তারপর তারা দামোদরে স্নান করতে নামে ৷ কিন্তু হঠাৎ করে নদে নেমে হাবুডুবু খেতে থাকে এক বন্ধু ৷ তাকে তলিয়ে যেতে দেখে আরও দুই বন্ধু ঝাঁপ দেয় নদে ৷ তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে তলিয়ে যায় আরও দুই বন্ধু ৷
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ। তলিয়ে যাওয়া তিন ছাত্রের নাম সৌম্যজিত সাহা, শুভজিত নস্কর, ভিকে শীল। এদের প্রত্যেকের বয়স 16 বছর। নদীতে বালির চরে জুতো খুলে স্নান করতে নামতেই একজন তলিয়ে যায় বলে জানা গিয়েছে। গত দু'দিন ধরে নিম্নচাপের জেরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ফলে একদিকে যেমন নদে বেড়েছে জলস্তর তেমনি এলাকা থাকছে শুনশান ৷ স্বভাবতই চলিয়ে যাওয়া ছাত্রদের চিৎকার শুনতে পাননি আশেপাশের স্থানীয়রা ৷
8 জন বন্ধুদের মধ্যে সুমন্ত জানা জানায়, "আমরা দুপুর আড়াইটের সময় স্কুল পালিয়ে এসেছিলাম দামোদর নদে স্নান করতে ৷ তিনজন একসঙ্গে নামেনি ৷ প্রথমে একজন জলে নামতেই তলিয়ে যায় ৷ তাকে বাঁচাতে গিয়ে আরও একজন তলিয়ে যেতে থাকে ৷ দুই বন্ধুকে তলিয়ে যেতে দেখে তাদের বাঁচাতে আরও একজন জলে নামে ৷ কিন্তু জলের স্র্রোতে সেও তলিয়ে যায় ৷"
আরও পড়ুন: কলকাতার বাজারে আচমকাই বাড়ছে সবজির দাম, কারণ কী ?
এই ঘটনার পরেই খবর যায় পরিবারের কাছে ৷ অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে নৌকা নিয়ে তল্লাশি চালানো হয়। স্থানীয় জেলে মাঝিরাও জাল ফেলে তল্লাশি শুরু করে। খবর দেওয়া হয় ডুবুরিদের।