আসানসোল, 17 নভেম্বর:গরুপাচার কাণ্ডে (WB Cattle Smuggling Scam) অন্যতম অভিযুক্ত তথা বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জেরা করতে আসানসোলের (Asansol) বিশেষ সংশোধনাগারে (Special Correctional Home) পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED)-এর প্রতিনিধিদল ৷ বৃহস্পতিবার বেলা 11টা 25 মিনিট নাগাদ সংশোধনাগারে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তিনজন প্রতিনিধি ৷ তাঁদের সঙ্গে বিভিন্ন নথি ছাড়াও রয়েছে ল্যাপটপ, প্রিন্টার এবং আরও অনেক কিছু ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, এদিনের এই জেরা পর্ব দীর্ঘ হতে চলেছে ৷ কারণ, গরুপাচার মামলায় ইতিমধ্যেই একাধিকবার সিবিআই (CBI) জেরার মুখোমুখি পড়েছেন অনুব্রত ৷ কিন্তু, এর আগে ইডি তাঁকে জেরা করেনি ৷ যদিও অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) ইতিমধ্যেই দিল্লি নিয়ে গিয়েছে ইডি ৷ আপাতত সেখানেই সংশোধনাগারে বন্দি রয়েছেন অনুব্রতর এক সময়ের এই ছায়াসঙ্গী ৷ সেক্ষেত্রে প্রয়োজন বুঝলে অদূর ভবিষ্যতে অনুব্রতকেও দিল্লি নিয়ে যাওয়া হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ ৷
প্রসঙ্গত, গরুপাচার মামলায় অনুব্রতর আগেই গ্রেফতার করা হয় তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে ৷ পরবর্তীতে সায়গলকে জেরা করেন ইডি আধিকারিকরা ৷ কিন্তু, জেরায় সায়গল তাঁদের সহযোগিতা করছিলেন না বলে অভিযোগ ৷ আর তার জেরেই সায়গলকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হয় ৷ ইডি-এর এই সিদ্ধান্তের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হলেও কোনও লাভ হয়নি সায়গল হোসেনের ৷