পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

DPL Coal Truck: ডিপিএলে আসার আগেই উধাও 3 গাড়ি কয়লা, শুরু রাজনৈতিক তরজা

রাজ্য সরকারের ধুঁকতে থাকা তাপবিদ্যুৎ কেন্দ্রে কোলব্লক থেকে তিন গাড়ি কয়লা আসার আগেই তা উধাও ৷ এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে স্বারকলিপি জমা তৃণমূল শ্রমিক সংগঠনের ৷ ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

Durgapur Projects Limited
কয়লা চুরি

By

Published : Jun 29, 2023, 10:19 PM IST

ডিপিএলে আসার আগেই উধাও তিন গাড়ি কয়লা

দুর্গাপুর, 29 জুন: রাজ্য সরকারের নিজস্ব তাপ বিদ্যুৎ কারখানা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে(ডিপিএল) আসার আগেই উধাও তিন ট্রাক কয়লা ৷ পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে স্বারকলিপি জমা করল তৃণমূল শ্রমিক সংগঠন । দুর্গাপুরে বিধানচন্দ্র রায়ের হাত ধরে সর্বপ্রথম ডিপিএলের এই কারখানার প্রতিষ্ঠা লাভ করে । প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এক ছাতার নীচে অনেকগুলি কারখানাকে একত্রিত করে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড গড়ে তুলেছিলেন । কিন্তু বিগত বাম সরকারের সময়কালে এই কারখানা ক্ষতির মুখে পড়ে ।

বর্তমানে সেই ক্ষতি বাড়তে বাড়তে এই কারখানা ধুঁকছে বলা যায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারখানাকে বাঁচানোর জন্য বহু পরিকল্পনার কথা দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে জানিয়েছিলেন । সাম্প্রতিককালে এই কারখানার বহু কর্মীকে রাজ্য সরকারের অন্য দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে । এই কারখানাকে ক্ষতির হাত থেকে বাঁচাতে অধিগৃহীত ফাঁকা জমি বিক্রি করার সিদ্ধান্তের কথাও জানিয়েছিল রাজ্য সরকার । এবার ঢুকতে থাকা এই কারখানায় কয়লা চুরির অভিযোগ সামনে এসেছে । ডিপিএল কারখানায় তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কয়লা তাদের নিজস্ব বাঁকুড়া জেলার বড়জোড়াতে কোলব্লক থেকে নিয়ে আসা হয় ।

আরও পড়ুন:ইটভাটার আড়ালে রমরমিয়ে কয়লার অবৈধ কারবার শিল্পাঞ্চলে

কয়েকদিন আগে বাঁকুড়া থেকে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে তিন ট্রাক কয়লা আসার কথা ছিল । কিন্তু সেই কয়লা মাঝপথে উধাও হয়ে যায় । তদন্তে নামে বড়জোড়া থানার পুলিশ । এ দিকে কয়লার গাড়িগুলি কীভাবে উধাও হল, সেই প্রশ্ন তুলে জেলা তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্ব দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের আধিকারিকদের কাছে স্বারকলিপি জমা দিল ।

স্থানীয় তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা নেতা দীপঙ্কর লাহা, কল্লোল বন্দোপাধ্যায়রা জানান, এই ধরণের কাজ যে বা যারা করেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে । তৃণমূল শ্রমিক সংগঠনের একাংশের দাবি, কারখানার একাংশ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে । যদিও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান, তদন্ত শুরু হয়েছে । পুলিশকে বিষয়টি জানানো হয়েছে । দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড চুরিকে বরদাস্ত করে না বলে সাফ জানিয়ে দেন তিনি ।

আরও পড়ুন:কয়লাক্ষেত্রে সিন্ডিকেটের তোলাবাজির ইঙ্গিত দিয়েছিলেন জিতেন্দ্র, সেই দ্বন্দ্বেই খুন রাজু ?

অন্যদিকে, এই ঘটনার পরে বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "এই কয়লা চুরির ঘটনা আজ নতুন নয় । এর আগেও আমরা কারখানা কর্তৃপক্ষকে এই ঘটনা জানিয়েছি । আজকে যারা কয়লা নিয়ে আন্দোলন করতে গেছিল তাদের নেতারা এখন কয়লা কেলেঙ্কারিতে জেরবার । তাই তৃণমূল কংগ্রেসের এই আন্দোলন দেখে মানুষ হাসছে ।" কিন্তু কয়লা বোঝাই তিনটি লরির কয়লা গেল কোথায়? সূত্র মারফত জানা যাচ্ছে, দুর্গাপুরের বেনাচিতি এলাকায় শালবাগানে একটি ডিপোতে ওই কয়লা নিয়ে আসা হয়েছে । তারপর সেখান থেকে ভ্যানে করে সেই কয়লা সরিয়ে ফেলা হয়েছে । এই ঘটনায় অবশ্য কোকোভেন থানার পুলিশ তদন্তে নেমেছে ।

ABOUT THE AUTHOR

...view details