আসানসোল, 5 অক্টোবর: যুবক-সহ আসানসোলে ভেসে গেল একটি অস্থায়ী সেতু । যদিও পরে ওই যুবককে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তিনি সুস্থ রয়েছেন । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে আসানসোল উত্তর থানার অন্তর্গত কসাই মহল্লা এলাকায় ৷ ইতিমধ্যে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ তাতে দেখা যাচ্ছে, এক যুবক গাঁড়ুই নদীর উপরে অস্থায়ী বাঁশের সেতু দিয়ে পারাপার করছিলেন । সেই সময় জলের তোড়ে ভেসে যায় আস্ত সেতুটি । ফলে সেতুর সঙ্গে ভেসে যান যুবকও ।
গত চার দিনের টানা বৃষ্টিতে আসানসোলের ভেতর দিয়ে বয়ে যাওয়া গাঁড়ুই এবং নুনিয়া নদী ফুঁসছে । প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে জলস্তর । ফলে এমনিতেই প্লাবনের আশঙ্কায় রয়েছে আসানসোলবাসী । এরই মাঝে বুধবার রাতে আসানসোল উত্তর থানার অন্তর্গত কসাই মহল্লা এলাকায় একটি অস্থায়ী বাঁশের সেতু জলের তোড়ে ভেসে যায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিপজ্জনক বুঝেও গতকাল রাতে ওই যুবক বাঁশের অস্থায়ী সেতু দিয়ে পারাপার করছিলেন । তখনই জলের তোড়ে অস্থায়ী সেতুটির সঙ্গে যুবকও ভেসে যায় নদীর জলে। যদিও কিছুক্ষণ পর ওই যুবককে নদীর ওপার থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সূত্রের খবর ।