পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Teenage Girl Died by Suicide: 48 ঘণ্টা পর পরিত্যক্ত খাদান থেকে এনডিআরএফ উদ্ধার করল পুনমের দেহ

টানটান উত্তেজনায় প্রায় 48 ঘণ্টা পর জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল (National Disaster Response Force) অর্থাৎ এনডিআরএফ পরিত্যক্ত খনির চানক থেকে উদ্ধার করল পুনম কুমারীর (16) দেহ (Teenage Girl Died by Suicide)।

Teenage Girl Died by Suicide
জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল

By

Published : Sep 12, 2022, 8:45 PM IST

আসানসোল, 12 সেপ্টেম্বর: গত শনিবার প্রেমিকের আত্মহত্যার খবর (Boyfriend Died by Suicide) শুনে বাড়ির সামনে জনসমক্ষেই পরিত্যক্ত খনির চানকে ঝাঁপ দিয়েছিল পুনম। পুলিশ (Asansol Police), দমকল সবাই ব্যর্থ হয়, ওই গভীর খনিপথ থেকে তার দেহ তুলতে। শেষে এনডিআরএফ'কে খবর দেওয়া হলে তাদের ডুবুরি নেমে বহু চেষ্টায় সোমবার দুপুরে পুনম কুমারীর দেহ উদ্ধার করতে সক্ষম হয়।

দেহ উদ্ধার হতে এলাকায় নেমেছে শোকের ছায়া ৷ আসানসোল উত্তর থানার কাল্লা চাষিপাড়া এলাকার বাসিন্দা ছিল পুনম কুমারী। স্থানীয় সূত্রে খবর, সোনু কুমার নামে একটি ছেলের সঙ্গে প্রণয় সূত্রে আবদ্ধ হয়েছিল পুনম। কিন্তু পরিবার মেনে নেয়নি। পারিবারিক অশান্তি মেনে নিতে না পেরে গত শনিবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সোনু কুমার। এই খবর শুনেই বাড়ির কাছেই পরিত্যক্ত খনির চানকে ঝাঁপ দেয় পুনম কুমারী।

খাদান থেকে এনডিআরএফ উদ্ধার করল পুনমের দেহ

খবর পেয়ে পুলিশ ও দমকল উদ্ধার কার্যে হাত লাগায়। কিন্তু এত গভীর খনি চানকের নীচ থেকে তারা পুনমকে উদ্ধার করতে পারেনি। গতকাল এনডিআরএফকে খবর দেওয়া হয়। এরপর সোমবার সকাল থেকে এনডিআরএফের (National Disaster Response Force) ডুবুরিরা ওই পরিত্যক্ত খাদানে নামে। প্রচুর বিষাক্ত গ্যাস থাকে এই পরিত্যক্ত খনি গহ্বরে। তবু জীবনের ঝুঁকি নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দলের জওয়ানরা শেষ পর্যন্ত উদ্ধার করে পুনম কুমারীর দেহ। মৃতদেহ উঠে আসতেই কান্নায় ভেঙে পড়ে পুনমের পরিবার। স্থানীয় কাউন্সিলর উৎপল সিংহ জানিয়েছেন, আমরা সবরকমভাবে দুই পরিবারের সঙ্গে রয়েছি।

আরও পড়ুন:প্রেমিকের আত্মহত্যার খবরে পরিত্যক্ত খাদানে ঝাঁপ প্রেমিকার

ABOUT THE AUTHOR

...view details