আসানসোল, 29 জুলাই: কোরোনা সংক্রমণের মাঝেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া । সরকার 25 টাকা বেঁধে দিলেও আলু বিকোচ্ছে 30 টাকা দরে । এই পরিস্থিতিতে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের নির্দেশে কুলটির নিয়ামতপুর বাজারে অভিযান চালাল বিশেষ টাস্ক ফোর্স ।
কোথাও 28 টাকা কোথাও বা 30 টাকা । কুলটির নিয়ামতপুর পাইকারি বাজারে এমন দরেই বিকোচ্ছে আলু ৷ অভিযোগ আসছিল কয়েকদিন ধরেই । অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার টাস্কফোর্স নিয়ামতপুর বাজারে অভিযান চালায় । বাজারের বিভিন্ন পাইকারি দোকানে হানা দেন টাস্ক ফোর্সের সদস্যরা । যারা আলুর দাম বেশি নিচ্ছে তাদের হুঁশিয়ারি দেওয়া হয় । শুধু আলুর দোকানেই নয়, ফল, সবজি ও অন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানগুলিতেও হানা দেয় টাস্ক ফোর্স । বিভিন্ন দোকানের ওজন যন্ত্র পরীক্ষা করা হয় । বেশ কয়েকটি দোকানের ওজন যন্ত্র পাল্টানোর নির্দেশ দেওয়া হয় । নির্দেশ না মানলে আগামী দিনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয় টাস্ক ফোর্সের তরফে ।