আসানসোল, 19 অক্টোবর : মঙ্গলবার বাবুল সুপ্রিয় সাংসদ পদ ছাড়ার পরেই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছিলেন ৷ বাবুলের বক্তব্য ছিল, শুভেন্দু অধিকারীর উচিত তাঁর বাবা ও ভাইয়ের কাছে জানতে চাওয়া, কেন তাঁরা এতদিন সাংসদ পদ ছাড়েননি। আসানসোলে মশাল মিছিল করতে এসে বাবুলকে জবাব দিলেন শুভেন্দু ৷
বিধানসভায় বিরোধী দলনেতা বলেন, "বাবুল সুপ্রিয় বিজেপি-র পদ্মফুল আর মোদিজীর বাইরে রাজনীতিতে কোনও অস্তিত্ব নেই ৷ এটা ভবিষ্যতে যে কোনও নির্বাচনে উনি বুঝতে পারবেন। আর আমি আমার বাবাকে কী বলব, ভাইকে কী বলব সেটা তো আমি বাবুল সুপ্রিয়'র কাছ থেকে শুনব না। উনি রাজনীতি শুরু করেছেন 2014 সালে ৷ আর আমি কলেজে ছাত্র সংসদের নেতা হয়েছি 1988 সালে ৷ আমি বিধায়ক হয়েছি 2006 সালে। কাউন্সিলর 1996 সালে। আমি ওনার থেকে রাজনৈতিক পরামর্শ নেব না।"
বাবুলের উদ্দেশে শুভেন্দু আরও বলেন, "আমার দুটি প্রশ্ন আছে বাবুলজী'র কাছে ৷ এক নম্বর, পিসি-ভাইপোর সঙ্গে ওনার কী চুক্তি হয়েছে ? আসানসোলের মানুষকে অন্ধকারে রেখে উনি কীসের ভিত্তিতে দলবদল করলেন সেটা প্রকাশ্যে আনতে হবে ৷ চুক্তিটা কী হয়েছিল, পর্দার পিছনে কী আছে ? আর দ্বিতীয় হচ্ছে, কালীঘাটে টালির চালা, চোরদের পাঠশালা, এটা উনি বলেছিলেন। আর সেই চোরদের পাঠশালাতে উনি নাম লেখালেন ৷ ওনার কী বাজারটা খারাপ হয়ে গিয়েছে বলে ?"